কোন ক্ষেত্রে বিরাট কোহলির সমকক্ষ বাবর, নিজের মতামত জানালেন ফিঞ্চ, আপনিও কি একমত?
বিরাট কোহলি বনাম বাবর আজম, চায়ের কাপে তুফান তোলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটমহলে এই আলোচনাই যথেষ্ট। বিস্তর চর্চা চলে বিরাট ভালো নাকি বাবর, তা নিয়ে। তবে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ বিশেষ একটি ক্ষেত্রে দুই তারকাকে একসারিতে এনে ফেললেন। কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়ে ফিঞ্চ স্পষ্ট জানালেন যে, বিশেষ একটি বিষয়ে তাঁর চোখে বাবর ও কোহলি দু’জনে সেরা।
এবছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকলেও শেষমেশ অ্যালেক্স হেলসের পরিবর্ত হিসেবে কলকাতা নাইট রাইডার্সে সই করেছেন অ্যারন ফিঞ্চ। জাতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন বলে শুরু থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যোগ দিতে পারেননি অজি দলনায়ক। অবশেষে কেকেআরের অন্দরমহলে ঢুকে পড়েছেন ফিঞ্চ। শুরু করেছেন অনুশীলনও। তবে তারই ফাঁকে কেকেআর অনুরাগীদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন ফিঞ্চ। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
সোশ্যল মিডিয়ার প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী ফিঞ্চের কাছে জানতে চান যে, তাঁর মতে সেরা কভার ড্রাইভ খেলেন কোন ক্রিকেটার? জবাবে ফিঞ্চ জানান যে, বিরাট কোহলি ও বাবর আজম, দু’জনেই সেরা কভার ড্রাইভ খেলেন। দুই ক্রিকেটারকে কভার ড্রাইভ খেলতে দেখা তাঁর কাছে দারুণ বিষয়।
আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়
ফিঞ্চ অনুরাগীদের আরও কিছু প্রশ্নের উত্তরে নিজের পছন্দ জানিয়েছেন। ফিঞ্চ জানান, তাঁর প্রিয় বোলার হলেন ডেল স্টেইন। ভারতীয় খাবারের মধ্যে তাঁর পছন্দ ডাল মাখানি। তবে পয়লা বৈশাখে তিনি ইলিশ খেয়ে দেখবেন বলেও জানিয়েছেন অ্যারন। এও জানা যায় যে, ছোটবেলা থেকে তাঁর প্রিয় ক্রিকেটার হলেন রিকি পন্টিং। ক্রিকেটের বাইরে টাইগার উডসকে পছন্দ ফিঞ্চের।
For all the latest Sports News Click Here