শূন্যে ভেসে এক হাতে অবিশ্বাস্য ক্যাচে ‘বুড়ো’ তারকার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো
ইতিমধ্যে একাধিক দুর্দান্ত ক্যাচের সাক্ষী থেকেছে পঞ্চদশ আইপিএল। মঙ্গলবার রাতে সেই তালিকায় যুক্ত হল আরও একটি অসামান্য ক্যাচ। শূন্যে ঝাঁপিয়ে একহাতে অবিশ্বাস্য ক্যাচ নিলেন ৩৬ বছরের ‘বুড়ো’ আম্বাতি রায়াডু। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আইপিএল ২০২২ সংক্রান্ত যে কোনও আপডেটের জন্য ক্লিক করুন এখানে
মঙ্গলবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধ ১৬ তম ওভারে বল করছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। জাদেজার চতুর্থ বল লেগ সাইডে খেলতে অফে ক্যাচ দিয়ে ফেলেন ব্যাঙ্গালোরের আকাশদীপ। যে ম্যাচে একাধিক ক্যাচ পড়েছে, সেই ম্যাচ ডানদিকে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ নেন রায়াডু। বেশ কিছুক্ষণ সময় শূন্যে ভেসেছিলেন। মাটিতে পড়ার পর কনুই সজোরে ধাক্কা খেলেও হাতে বল ধরে রাখেন রায়াডু।
উল্লেখ্য, মঙ্গলবার চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে চেন্নাই। ম্যাচের পর জাদেজা বলেন, ‘প্রথমত,অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম জয় এবং আমি এটা আমার স্ত্রী (রিভা সোলাঙ্কি) এবং পুরো দলকে উৎসর্গ করতে চাই। কারণ প্রথম জয় সবসময়ই বিশেষ। এ বার আমরা দল হিসেবে ভালো খেলেছি। ব্যাটিং ইউনিট ভালো কাজ করেছে। রবি (রবিন উথাপ্পা) এবং শিবম (দুবে) ভালো ব্যাটিং করেছে এবং বোলাররা তাদের কাজ করেছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট আমার উপর চাপ আসতে দেয়নি। অধিনায়ক হিসেবে এখনও সিনিয়রদের মতামত নিই। হ্যাঁ, মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) আছেন। আমি এখনও শিখছি এবং প্রতিটি ম্যাচের পর আমি আরও ভালো করার চেষ্টা করব। ড্রেসিংরুমে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আমরা দ্রুত বিচলিত হই না এবং শান্ত থাকি।’
(CSK vs RCB ম্যাচের পর পয়েন্ট টেবিলের কী অবস্থা? দেখুন এখানে)
For all the latest Sports News Click Here