প্রেম সাগরে ডুব দিল সিদ্ধার্থ-মিঠাই! ‘ঋষি-পিহুর রোম্যান্স ডাহা ফেল’, বলছে ভক্তরা
গত সপ্তাহেই পুরোনো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই রানি। ফের একবার বেঙ্গল টপার হয়েছে জি বাংলার এই জনপ্রিয় মেগা। গত কয়েক সপ্তাহ ধরে ‘গাঁটছড়া’র কাছে হেরে যেতে হচ্ছিল মোদক পরিবারকে, কিন্তু নিত্যনতুন টুইস্ট দিয়ে আবারও বাংলা সেরা মিঠাই।
মিঠাই-সিদ্ধার্থের কাহিনি বরাবরই মন ছুঁয়েছে দর্শকদের। খুব শীঘ্রই কাহিনিতে আসবে বিরাট পরিবর্তন। কিন্তু সেইসব টেনশনের কথা পরে হবে। মিঠাইয়ের সাম্প্রতিক এপিসোডে যে প্রেমের ছবি ধরা পড়েছে এখন সেই নিয়েই মজেছে ভক্তরা। মিঠাইয়ের পুরস্কার জয়ের আনন্দে হল্লা পার্টি মোদক বাড়িতে সেলিব্রেশনের আয়োজন করে। সেখানেই চূড়ান্ত রোম্যান্সে মজল ‘সিদাই’। ‘লে যায়ে কাঁহা হাওয়ায়ে’র তালে সিদ্ধার্থ যেন এক্কেবারে শাহরুখ খান। আর তাকে ঘিরে নাচল মিঠাই রানিও। স্বপ্নের জগতেও ভেসে যায় তাঁরা। সেখানে যেভাবে পরস্পরকে চোখে হারালো তাঁরা- তা দেখে তো মন উতলা সবার। সিডি বয়কে এইরকমভাবে রোম্যান্স করতে কেউ কখনও দেখেনি। অন্তত ফ্যানেরা তাই বলছে।
মিঠাই রানিকে যে সিদ্ধার্থ চোখে হারাচ্ছে তা তো বলাই যায়। সকলের মাঝখান থেকে বউকে টেনে এনে পছন্দের লিপস্টিকও পরিয়ে দিচ্ছে। এই ভালোবাসায় মাখামাখি দৃশ্য দেখে তো উত্তেজিত ভক্তরা বলেই ফেলছে, ‘ঋষি-পিহুর রোম্যান্স ডাহা ফেল সিদাইয়ের সামনে’। শুরু থেকেই ‘মন ফাগুন’ ভক্তদের সঙ্গে একটা রেষারেষি রয়েছে মিঠাই ভক্তদের। একই স্লটের ধারাবাহিক না হলেও দুই সিরিয়ালের জুটির মধ্যে তুলনা টানা হয় খুব বেশি করে। সিদ্ধার্থ-মিঠাইয়ের কাছাকাছি আসার জেরে সেই কম্পিটিশন আরেকটু জমে গেল।
তবে সামনেই বদলে যাবে গল্পের ট্র্যাক। মোদকদের ব্যবসায় ক্ষতি করতে কে চাইছে, তাকে ধরতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়বে সিদ্ধার্থ। পরিকল্পনামাফিক খুন করার চেষ্টা করা হবে সিদ্ধার্থকে। পরে উদ্ধার হবে সিদ্ধার্থর গাড়ি, খোঁজ মিলবে না নায়কের। মিঠাইয়ের বিশ্বাস উচ্ছেবাবু ফিরে আসবেই। পর মুহূর্তেই রকস্টারের অবতারে ধরা দেয় আদৃত। এই রকস্টার আদতে সিদ্ধার্থ নাকি হুবহু তাঁর মতো দেখতে অন্য কেউ। আর যদি তেমনটা হয় তাহলে আসল সিড কোথায়? এই সব প্রশ্নের উত্তর মিলবে সিরিয়ালের আগামী পর্বগুলোতে।
For all the latest entertainment News Click Here