‘লেসবিয়ান নাকি’, কঙ্গনার ‘লক আপ’-এ ঠোঁটে ঠোঁট রাখলেন সায়শা-মন্দনা, ভিডিয়ো ভাইরাল
‘লকআপ’ মানেই রোজ নতুন নতুন বিতর্ক! এবার কঙ্গনার জেলে অন ক্যামেরা চুমু খেলেন দু’জন। তাও আবার দুই মহিলা প্রতিযোগী। ইরানি সুন্দরী মন্দনা করিমি ‘লিপলক’ করেন রূপান্তরকামী সায়েশা শিন্ডের সঙ্গে। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে।
‘লক আপ’-এ সম্প্রতি টাস্ক দেওয়া হয়। যেখানে বলা হয় ‘নীল’ দলের একজন ‘কমলা’ দলের যে কোনও একজনকে ‘চুমু’ দিতে পারবে। যদিও চুমুর বদলে স্ট্যাম্প ব্যবহারের কথা বলা হয়। যে সবচেয়ে বেশি চুমু পাবে সেই জিতবে এই টাস্ক। আর সেখানেই সায়শা বলে বসেন, ‘আমার এখানে যাঁকে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে সে হল মন্দনা।’ এরপর মন্দনা এগিয়ে এসে জড়িয়ে ধরে সায়শাকে। তারপর চুমু খান ঠোঁটে-ঠোঁটে।
উল্লেখ্য, সায়েশা শিন্ডে একজন ট্রান্স ওম্যান। তিনি ফ্যাশন জগতের পরিচিত মুখ। স্বপনীল শিন্ডে থেকে যখন তিনি সম্পূর্ণভাবে নারী হয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন হতবাক হয়েছিল অনেকেই। শোতে অংশ নেওয়ার পরেই সায়েশা বলেন, তিনি রূপান্তরকামীদের প্রতিনিধিত্ব করছেন।
এই ভিডিয়ো সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন ‘তাহলে কি সায়শা উভকামী’? দিনকয়েক আগেই কঙ্গনার সাথে কথা প্রসঙ্গে মন্দনা জানান, করোনা আবহে কোনও এক বলিউডে এক নামজাদা পরিচালকের সঙ্গে লিভইন সম্পর্কে ছিলেন তিনি। স্বামী-স্ত্রীর মতোই দিন কাটাতেন দু’জনে। ‘ভাগ জনি’ নায়িকা সেইসময় বলেছিলেন ‘ওই পরিচালক মুখে সবসময় নারীশক্তি এবং নারীদের স্বাধিকারের বুলি আওড়ায়, অনেকের চোখে সে আইডল’। সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মন্দনা। জোর করে গর্ভপাত করান।
For all the latest entertainment News Click Here