টেস্টের ইতিহাসে বিরল ঘটনা, বাংলাদেশের বিরুদ্ধে প্রোটিয়া দলে জোড়া কোভিড পরিবর্ত
শুভব্রত মুখার্জি
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোভিড পরিবর্তর সাক্ষী থাকল বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই সিরিজের দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে ঘটল এই বিরল ঘটনা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আইসিসির তরফে আগেই কোভিড পরিবর্তের নিয়ম চালু করা হয়েছিল। তবে এতদিন পর্যন্ত তা ব্যবহার করার প্রয়োজন পড়েনি। টাইগারদের বিরুদ্ধে ম্যাচেই ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোভিড পরিবর্তের ব্যবহার করতে হল। তাও একজন নয় দুজন ক্রিকেটারকে এই কোভিডের কারণে পরিবর্তন করল দক্ষিণ আফ্রিকা দল।
যে একাদশ নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্ট শুরু করেছিল প্রোটিয়ারা, সেই একাদশের দুই ক্রিকেটারকে কোভিডের কারণে পরিবর্তন করতে হল। কোভিড পজিটিভ হওয়ায় ম্যাচ থেকে ছিটকে যান দুই ক্রিকেটার। তাঁদের জায়গায় নেওয়া হয় অন্য দুজনকে। একাদশে দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
কোভিড পজিটিভ হন সারেল এরউই ও উইয়ান মাল্ডার। তাঁদের পরিবর্তে সুযোগ পান খায়া জোন্দো ও গ্লেন্টন স্টুয়ারম্যান। ওপেনার এরউইয়ের ম্যাচে ভূমিকা অবশ্য শেষ হয়ে গিয়েছিল আগেই। দুই ইনিংসেই ব্যাট করেছিলেন তিনি। তবে পেস বোলিং অল-রাউন্ডার মাল্ডার প্রথম ইনিংসে তিনটি উইকেট নিলেও তাঁকে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন বল করানোর সুযোগ পায়নি প্রোটিয়ারা।
এরউইয়ের জায়গায় মাঠে নামা জোন্দোর অবশ্য এই ম্যাচেই টেস্ট অভিষেক হয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩২ ম্যাচ খেলে ৬ হাজারের বেশি রান করেছেন জোন্দো । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অভিষেকে ব্যাট করার সুযোগ পেলেন না তিনি। পেস বোলার স্টুয়ারম্যান অবশ্য একটি টেস্ট খেলেছেন গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে।
For all the latest Sports News Click Here