Raavan Trailer: রাম না রাবণ, কোনটা আসল জিৎ? রামনবমীতে এল বড় চমক
সামনে এল টলিউডের সুপারস্টার জিতের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রাবণ’-এর ট্রেলার। আর তাতেই যেন ঘনিয়ে উঠল রহস্য়। জিতের চরিত্রে থাকা দুটি ভিন্ন শেড চমক তৈরি করল বড়সড়। প্রশ্ন তুলল, কোন জিৎ আসল আর কোনটাই বা নকল।
এরমধ্যে অনেকেই জেনে গিয়েছেন ‘রাবণ’-এ রয়েছেন দুই অভিনেত্রী লহমা ভট্টাচার্য আর তনুশ্রী চক্রবর্তী।
জিতকে ট্রেলারের প্রথমভাগে পাওয়া গেল নরম মেজাজে। যে জার্নালিজমের প্রফেসর। ছাত্রীর (লহমা) প্রেমে হাবুডুবু খায়। রোম্যান্টিকভাবে প্রপোজও করে। সবাইকে পড়ায়, ‘সাংবাদিকতায় সৎ হওয়ার থেকেও বড় কথা জাজমেন্টাল না হওয়া’।
এদিকে আবার চোখের নিমেষেই সে ধ্বংসাত্মক। মানুষ মারতে (অবশ্যই যাঁরা অপরাধী) দ্বিধা করে না। আইন নিজের হাতে তুলে নেয় সেও আইনের চোখে অপরাধী। জোর গলায় জানায়, ‘এটা কলিযুগ এখানে ক্রাইম করতে কেউ ভয় পায় না। তাই তাঁদের দমন করতে রাম নয় রাবণের দরকার’। তাই তাঁকে ধরতে মরিয়া পুলিস ফোর্স। দুই পুলিশ অফিসারের রোলে শাতাফ ফিগার ও তনুশ্রী।
এবার প্রশ্ন উঠতেই পারে প্রফেসর রাম মুখার্জি আর রাবণ কি তাহলে একই ব্যক্তি? যে রাম কাউকে চড় মারতে দেখলেও চমকে ওঠে, তার এই হাল হল কী করে। রাম-রাবণের দ্বৈরথে শেষমেশ কে জিতবে?
এই ইদে ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এমএন রাজ পরিচালিত ‘রাবণ’। এই ছবি দিয়েই টলিউডে এন্ট্রি নিচ্ছেন লহমা। বক্স অফিসে কেমন খেল দেখায় এই সিনেমা সেটাই দেখার।
প্রসঙ্গত, এই সিনেমা মুক্তি পাওয়ার দিনই মুক্তি পাচ্ছে দেব আর রুক্মিণী মিত্রর কিশমিশ। মানে দেব আর জিতের মুখোমুখি লড়াই। কে কাকে টক্কর দেবে এবার তা দেখার অপেক্ষা শুধু!
For all the latest entertainment News Click Here