IPL 2022: ‘টসে জিতে যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা কাজ করেনি’, আফসোস শ্রেয়সের
পুরনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার নিজে ছন্দে ফিরলেও, জেতা হল না তাঁর দলের। ৪৪ রানে হারতে হল দিল্লির কাছে। ম্যাচ হেরে স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স।
ম্যাচের পর শ্রেয়স দাবি করেছেন, দিল্লির ওপেনিং জুটির কাছেই হারতে হয়েছে তাঁদের। তাঁর দাবি, ‘প্রথম ওভার থেকেই ওরা খুব ভালো শুরু করেছিল। পৃথ্বী একাই যেন বোলারদের উপর আক্রমণ করছিল। সত্যি বলতে, সেই সময়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। ওদের আটকানোর কোনও উপায় খুঁজে পাচ্ছিলাম না। ব্যাটিংয়ের পক্ষে এই উইকেট আদর্শ ছিল। প্রথম দিকে যে জুটি ওরা গড়ে ফেলেছিল সেটাই বাকি সময়টা ওদের ছন্দ জুগিয়ে গিয়েছে। খুব ভালো ব্যাটিংয়ের পিচ ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি।’
এখানেই থামেননি নাইট অধিনায়ক। তিনি আরও বলেছেন, ‘আমরা তিনটে ম্যাচে জিতেছি রান তাড়া করে। তবে এই ম্যাচে সফল হইনি। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি (টসে জিতে প্রথমে ব্যাট করার), এবং সেটি ভালো ভাবে কাজ করেনি।’ তিনি এর সঙ্গেই যোগ করেন, ‘এখান থেকে অবশ্য অনেক কিছু ইতিবাচক জিনিস নেওয়ার রয়েছে। আমরা জেতার মতো আগ্রাসন দেখিয়েছি। আমাদের শুরুটা ভালো না হলেও, মাঝের ওভারগুলিতে, বিশেষত ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত আমরা ভালো খেলেছি। তার পরে ওভারপিছু ১২ রান তুলতে চেয়েছিলাম। সেটা খুব একটা কঠিন কাজ নয়। নিজের ইনিংস ঠিক করে সাজানো গেলে সেটা সম্ভব। কিন্তু আজ সেটা পারিনি আমরা।’
টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিল কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে পৃথ্বী শ’ (২৯ বলে ৫১ রান), ডেভিড ওয়ার্নার (৪৫ বলে ৬১ রান), ঋষভ পন্ত (১৪ বলে ২৭ রান), শার্দুল ঠাকুর (১১ বলে অপরাজিত ২৯ রান), অক্ষর প্যাটেলদের (১৪ বলে অপরাজিত ২২ রান) সৌজন্যে ২১৫ রানের বড় ইনিংস গড়ে দিল্লি। ২ উইকেট নেন কেকেআর-এর সুনীল নারিন। ১টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ১৭১ রানেই অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়স আইয়ারের ৩৩ বলে ৫৪, নীতিশ রানার ২০ বলে ৩০ এবং আন্দ্রে রাসেলের ২১ বলে ২৪- এই হল কলকাতার তিন ক্রিকেটারের সর্বোচ্চ রান। বাকিরা কেউ সে ভাবে প্রতিরোধই গড়ে তুলত পারেননি। কুলদীপ একাই নেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন খালিল আহমেদ। ২ উইকেট নেন শার্দুল ঠাকুর। ১ উইকেট নিয়েছেন ললিত যাদব। ৪৪ রানে ম্যাচটি জিতে যায় দিল্লি।
For all the latest Sports News Click Here