আমায় বাবর আজম ও বিরাট কোহলিকে দিয়ে দিন, প্রাক্তন পাক অধিনায়কের অদ্ভুত আবদার
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে গণ্য করা হয়। প্রতিদিনই দুই খেলোয়াড়ের মধ্যে তুলনা করা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ অবশ্য অন্য পথে হাঁটলেন। এই দুজনকে নিয়ে এমন একটি মন্তব্য করলে যা এর আগে কেউ কখনও করেননি। রশিদ লতিফ বলেন,তাঁর দলে বিরাট কোহলি ও বাবর আজমকে পেলে তিনি বিশ্বকাপ জিতে যাবেন। বাবর আজম ও বিরাট কোহলির সঙ্গে বাকি নয়টি কাঠের টুকরো হলেও তাঁর চলে যাবে। তিনি এই দুই ক্রিকেটারকে নিজের দলে পেলেই বিশ্বকাপ জিতে যাবেন।
লতিফের বক্তব্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনকেও মনে করিয়ে দেয়। যিনি বলতেন আমাকে নয়টি কাঠের টুকরো দাও এবং জিনেদিন জিদানকে দাও, আমি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারি। ২০১৬ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। তারপর থেকে তিনি পাকিস্তানের হয়ে মোট চল্লিশটি টেস্ট, ৮৬টি ওডিআই এবং ৭৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যেতিনি তিনটি ফর্ম্যাটে যথাক্রমে ২৮৫১, ৪২৬১ এবং ২৬৮৬ রান করেছেন।
অন্যদিকে বিরাট কোহলির কথা বললে, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। বিরাট ভারতের হয়ে ১০১টি টেস্ট, ২৬০টি ওডিআই এবং ৯৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনটি ফর্ম্যাটেইবিরাট তিনটি ফর্ম্যাটেই যথাক্রমে ৮০৪৩, ১২৩১১ এবং ৩২৯৬ রান করেছেন। রশিদ লাতিফের এই কথায় বিরাট কোহলি ও বাবর আজমের ভক্তদের মুখে এনেছে। তবে সমালোচকরা বলছেন, ক্রিকেট ১১ জনের খেলা অর্থাৎ টিম গেম। মাত্র দু জনকে নিয়ে কি কখনও লতিফ বিশ্বকাপ জিততে পারবেন!
For all the latest Sports News Click Here