দ্বিতীয়ার্ধে বাবা ওটা পড়ে খেলেনি! চল্লিশ কোটির জার্সি নিয়ে মারাদোনার মেয়ের দাবি
আগামী ২০ এপ্রিল থেকে নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তর আগেই তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কথা ছিল ১৯৮৬-এর বিশ্বকাপে দিয়েগো মারাদোনার বিখ্যাত জার্সি নিলামে তোলা হবে। যেই জার্সি পড়ে মারাদোনা ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। বলা ভালো যেই জার্সি পড়ে মারাদোনাকে বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোল করতে দেখা গিয়েছিল, সেই জার্সিকে নিলামে তুলবেন বলেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ। ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের দাবি ছিল ম্যাচের পর মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ইংল্যান্ডের স্টিভ হজ।
সেই জার্সিই এখন নিলামে তুলেছেন স্টিভ। নটিংহ্যাম ফরেস্ট, টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলার প্রাক্তন মিডফিল্ডারের প্রত্যাশা অন্তত চার মিলিয়ন পাউন্ডে বিক্রি হবে সেই বিখ্যাত জার্সি। স্টিভ হজ বলেছিলেন,‘৩৫ বছর আগে মারাদোনার সঙ্গে এই জার্সিটা আমি বদলেছিলাম। জার্সিটা এতদিন আমার কাছে ছিল। তার জন্য আমি গর্বিত। মারাদোনার মতো কিংবদন্তির সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল আমার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেয়ার।’ এরপরে জার্সি প্রসঙ্গে বলতে গিয়েমারাদোনার প্রাক্তন স্ত্রী ক্লদিয়া ভিলাফেনা আবার বলছেন, ‘ওই প্রাক্তন প্লেয়ার হয়তো ভালো কাজের জন্যই জার্সিটা নিলামে তুলছেন। তবু বলব, খুব খুশি হব, যদি আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন ওই জার্সিটা নিলাম থেকে কেনে।’
এরমাঝেই মারাদোনার মেয়ের দাবি অনুযায়ী এটা সেই জার্সি নয়, যেটা পড়ে তাঁর বাবা ১৯৮৬ বিশ্বকাপের ঐতিহাসিক গোল করেছিলেন। ফলে মারাদোনার ওই জার্সি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। মারাদোনার মেয়েদালমার বলেন,‘যে জার্সি নিলামে তোলা হয়েছে, তা পরে দ্বিতীয়ার্ধে নামেনি আমার বাবা। আমি নিশ্চিত স্টিভের কাছে ওই বিশেষ জার্সিটা নেই। কার কাছে আছে জার্সিটা, আমি খুব ভালো করে জানি। কিন্তু সেটা আমি বলব না।’ এখন প্রশ্ন হল এরপরে নিলাম কোন পথে যাবে। কে কিনবে এই জার্সি?
For all the latest Sports News Click Here