একটা ম্যাচ হারলেই সিএসকের প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ, প্রাক্তন ভারতীয় পেসার
শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। চারবারের চ্যাম্পিয়ন দল চলতি আইপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি। আইপিএলের চলতি মরশুম শুরু হয়ার আগেই মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছেড়েছিলেন। রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বের দায়ভার। তবে কোন কিছুতেই যেন আপাতত তাদের ভাগ্য বদলের ইঙ্গিত নেই। এই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী পেসার আরপি সিং মনে করেন আর একটি ম্যাচ হারলেই গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ হতে শুরু করবে।
প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে সিএসকে দলের যে কোনও মরশুমে এটাই সবথেকে খারাপ শুরু। পরপর তিন ম্যাচে হেরে রীতিমতো ব্যাকফুটে তারা। বিষয়টি নিয়ে বলতে গিয়ে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরপি সিং বলেছেন ‘পরপর তিন ম্যাচে হারা এমনিতেই দেখিয়ে দেয় যে কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দলগতভাবে যাচ্ছে ওরা। এরপরে যদি ওরা একটা ম্যাচও হেরে যায় আমি মনে করি ওদের পক্ষে প্রথম চারে শেষ করে প্লে অফ যাওয়ার আশা ক্ষীণ হতে শুরু করবে। কারণ তখন বিষয়টা ধীরে ধীরে হাতের বাইরে যেতে শুরু করবে। রান রেট খারাপ হবে, হাতে কম সংখ্যক ম্যাচ পরে থাকবে। বিষয়টি বেশ সমস্যার হবে।’
ভারতের এই প্রাক্তন পেসার আরও যোগ করেন ‘১০টি দল যেহেতু রয়েছে ফলে অঙ্কের দিকটাও কি হবে আপনি বুঝতে পারবেন না। কত পয়েন্ট দরকার পড়বে প্রথম চারে থাকতে গেলে সেটাও নিশ্চিত হবে না। যে সিএসকেকে আমরা চিনতাম আজ তাকে দেখতে পাচ্ছি না। টপ অর্ডার বলুন বা মিডল অর্ডার ওই একটা পার্টনারশিপ ছাড়া বাকি সবটাই যেন অজানা। আমার মনে হচ্ছে ওরা সঠিক পরিকল্পনা করে উঠতে পারছে না। কীভাবে ম্যাচকে আগে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনার অভাব রয়েছে।’
For all the latest Sports News Click Here