NZ vs NED: দুরন্ত শতরান লাথামের,১১৮ রানে নেদারল্যান্ডসকে ল্যাজেগোবরে করল কিউয়িরা
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এ দুরন্ত ছন্দে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। হ্যামিলটনে একেবারে যেন ফুল ফোটালেন লাথাম। তাও নিজের জন্মদিনের দিন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২৩ বলে অপরজিত ১৪০ করেন তিনি। কিউয়ি অধিনায়কের সৌজন্যেই ১১৮ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।
শনিবার টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করে কিউয়িরা। লাথাম একাই অপরাজিত ১৪০ রান করেন। ডগলাস ব্রেসওয়েল করেছেন ৪১ রান। বাকিরা অবশ্য কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। লাথামের অধিনায়োকচিত ইনিংসের হাত ধরেই আড়াইশোর গণ্ডি টপকায় নিউজিল্যান্ড।
নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক ৪ উইকেট নেন। ফ্রেড ক্লাসেন নিয়েছেন ৩ উইকেট। ১টি উইকেট নিয়েছেন মাইকেল রিপন এবং পিটার সিলার।
জবাবে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস। বাস দে লিডের ৩৭ এবং বিক্রমজিৎ সিংয়ের ৩১ রান ছাড়া কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। তাও ১৮ করেছেন মাইকেল রিপন। বাকিদের রান তো দুই অঙ্কের ঘরেই পৌঁছায়নি। যার নিট ফল ১১৮ রানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
কিউয়িদের হয়ে ৩ উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। কাইল জেমিসন এবং ইশ সোধি নিয়েছেন ২টি করে উইকেট। ডগলাস ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার এবং কলিন ডে গ্র্যান্ডহোম ১টি করে উইকেট নিয়েছেন। তবে এই ম্যাচের আসল নায়ক ‘বার্থডে বয়’ টম লাথামই।
For all the latest Sports News Click Here