আইপিএল না খেলায় তাসকিনকে আর্থিকভাবে পুরস্কৃত করা উচিত বিসিবির : মাশরাফি
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ওয়ানডে সিরিজে যে ঐতিহাসিক জয় পেয়েছে তার অন্যতম কারিগর তিনি। উল্লেখ্য এই প্রোটিয়া সফর চলাকালীন আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। টাইগারদের এই তরুণ পেসারকে পুরো মরশুমের জন্য চেয়েছিল এবারের আইপিএল টুর্নামেন্টের নতুন দল লখনউ সুপার জায়ান্টস দল। কিন্তু সিরিজের মাঝে প্রস্তাব আসায় বিসিবি তাসকিনকে এনওসি অর্থাৎ অনুমতি দেয়নি। সর্বোপরি তাসকিন নিজেও জাতীয় দলকেই অগ্রাধিকার দিয়েছিলেন। আর এই ‘আত্মত্যাগের’ কথা মাথায় রেখে প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা মনে করেন বিসিবির উচিত তাসকিনকে আর্থিকভাবে পুরস্কৃত করা।
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক সিরিজ জয় উপহার দিয়ে এই সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তাসকিন। তাসকিনের এই সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়াতে সাধুবাদ জানিয়েছেন প্রায় সকলেই। তাদের মধ্যে অন্যতম প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। রবিবার মিরপুর শের-ই-বাংলায় তিনি তাসকিনকে পুরস্কৃত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন ‘অবশ্যই (পুরস্কার দেওয়া উচিত)। আপনি যদি অ্যান্ডারসন ও ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সব সময় ক্ষতিপূরণ দেওয়া নয় কিন্তু পুরস্কৃত করে।’
মাশরাফি আরও যোগ করেন ‘যেহেতু তারা (ব্রড,অ্যান্ডারসন) আইপিএল না খেলে দেশকে সার্ভিস দেয়। তাদেরকে ন্যূনতম পুরস্কার দেওয়া হয়।’ এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। মাশরাফি আরও জানান ‘পুরস্কার দিলে হয় কি, ক্রিকেটারদের ভাল লাগা কাজ করে। যে না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যে কোনও ফর্ম্যাটে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। বিসিবির উচিত তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা।’
For all the latest Sports News Click Here