একাধিক মেগায় অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়, চরিত্রগুলি স্মরণীয় হয়ে থাকবে
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। জীবনের রঙ্গমঞ্চ থেকে ৫৭ বছর বয়সে বিদায় নিয়েছেন তিনি। টলিউডে বড় পর্দায় দীর্ঘ যাত্রা, বড় পর্দায় একাধিক হিট ছবিতে অভিনয়, টলিউডের এককালীন সুদর্শন, প্রতিভাবান অভিনেতার মধ্যে অন্যতম ছিলেন তিনি। এরপর ছোট পর্দাতেও দীর্ঘ সময় কাজ করে দর্শকের মনে জায়গা করেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন তিনি।
বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় মেগায় অভিনয় করেছিলেন অভিষেক। সেগুলির মধ্যে রয়েছে, ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘খড়কুটো’.. আর কী কী? দেখে নিন-
টাপুর টুপুর: স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘টাপুর টুপুর’। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল হয়েছিলেন এই মেগা। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আঁচল: স্টার জলসার অপর জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’। প্রায় দু-বছর ধরে চলা এই ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল অভিষেকের। চোখের তারা তুই: ২০১৪ সালে শুরু হয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘চোখের তারা তুই’। ধারাবাহিকের অভিষেকের চরিত্রের নাম ছিল যুবরাজ।
অন্দরমহল: ২০১৭ সালে জি বাংলায় শুরু হয়েছিল কনীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত ধারাবাহিক। এই ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিষেককে। পিতা: কালার্স বাংলার এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা। মোহর: সম্প্রতি স্টার জলসার এই ধারাবাহিকে নায়ক শঙ্খদ্বীপের বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ধারাবাহিকে অভিষেক চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম ‘আদি রয় চৌধুরি’।
খড়কুটো: অভিষেক চট্টোপাধ্যায়ের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ধারাবাহিক ‘খড়কুটো’। ধারাবাহিকের নায়িকা গুনগুনের বাবা চিকিৎসক কৌশিক বসু চরিত্রের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। দর্শকমহলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে তাঁর চরিত্র। অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে।
For all the latest entertainment News Click Here