চলে গেলেন ‘গীত সঙ্গীত’-এর রকি, অভিষেক চট্টোপাধ্যায়ের স্মৃতি চারণায় রিনা চৌধুরী
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। জানা গিয়েছে, এ দিন শ্যুটিং থেকে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন। বারবার বমি করেন তিনি। পরিস্থিতির অবনতি হলেও হাসপাতালে যেতে চাননি তিনি। এরপর রাত ১টা ৪০ মিনিট নাগাদ মারা যান।
অভিনেতার প্রয়াণে সংবাদমাধ্যমের কাছে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী রিনা চৌধুরী। এক সময় অভিষেক চট্টোপাধ্যায়ের সহ অভিনেত্রী ছিলেন রিনা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সকালবেলা আমাকে এক পরিচিত ভদ্রলোক ফোন করেছেন। বললেন, এমন একটা খবর বেরিয়েছে, দ্যাখো তো এটা সত্যি কিনা! আমি ঘুম চোখে তখন ভাবলাম, ধুর এটা সত্যি নয়। এটা ফেক নিউজ। টিভিটা চালালাম। টিভিতে তখনও খবর দিচ্ছে না। আমি দিদিকে জিজ্ঞেস করে আবার ঘুমিয়ে পড়লাম। ওমা খানিকক্ষণ বাদে দিদি ফোন করে বলছে, না খবরটা সত্যি।’
শুনে খানিকটা চমকে যান অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘আমার কিছুদিন আগে অভিষেক দা-এর সঙ্গে কথা হয়েছে। সবচেয়ে বড় কথা ভাবতেই পারছি না। আমার সবথেকে প্রথম ছবি, তারপরের ছবি, পর পর আমি যে ছবি করেছি সবগুলিতেই নায়ক অভিষেক দা। ভীষণ মজা করতেন। কোনও সময়ই মনে হয়নি উনি এত বড় হিরো। আমার মাধ্যমিকের সময় ১৬ বছর বয়সে গীত সঙ্গীত ছবির শ্যুটিং করেছিলাম। তখন পরীক্ষা শেষ। ছুটির তিনমাস ছবির শ্যুটিং করেছিলাম। আমাকে রাগাতো, দেখো রেজাল্ট বেরোলে দেখব ফেল করেছ। এই সব বলত আর-কি!’
প্রথম ছবি গীত সঙ্গীত-এর হিরো ‘রকি’-এর উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনও সময় মনেই হয়নি একজন হিরোর সঙ্গে কাজ করছি। বা আমার জীবনের প্রথম ছবি, ক্যামেরা সামনে দাঁড়িয়ে! এত খারাপ লাগছে। বিশেষ করে ছোট একটা মেয়ে রয়েছে অভিষেক দা’র। খুব খারাপ লাগছে।’
জানা গিয়েছে, গত দশ-বারো দিন ধরে পায়ের শিরায় অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার মধ্যেই একটি বাংলা চ্যানেলে জিতের হোস্ট করা শো-তে নিয়মিত যাচ্ছিলেন। পারবারিক বন্ধু ও অভিনেতা কৌশিককে জানিয়েছিলেন একগাদা ওষুধ খেতে হচ্ছিল নিয়মিত। পরশু যন্ত্রণা আরও বাড়ে। তা স্বত্ত্বেও কাল ফ্লোরে যান। কাজ করতে পারেননি। চ্যানেলের লোকেরাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকের হাজার অনুরোধেও হাসপাতাল যেতে চাননি। বাড়িতেই অক্সিজেন আনা হয়। ওষুধ দেওয়া হয়। মাঝ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে।
For all the latest entertainment News Click Here