‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখুন! কেন করজোড়ে সবাইকে অনুরোধ করলেন মৌসুমী চট্টোপাধ্যায়?
অশ্বমেধের ঘোড়ার মত এগিয়ে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসে হেলায় বহু রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। মুক্তির পর থেকেই বক্স অফিসে কাঁপাচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। প্রতিদিনই ঊর্ধ্বশ্বাসে ব্যবসা বাড়ছে কাশ্মীর ফাইলস-এর। তরণ আদর্শের মতো প্রখ্যাত ফিল্ম ট্রেড আ্যানালিস্টও প্রতিদিন টুইট করে জানাচ্ছেন এই ছবির বক্স অফিস কালেকশনের অঙ্কটা। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।
তবে শুধু তারিফ করেই থেমে যাননি তিনি। টুইট করে সবাইকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার অনুরোধও জানিয়েছেন তিনি।
‘ডি কাশ্মীর ফাইলস’ নিয়ে একাধিক টুইট করেছেন মৌসুমী। প্রথম টুইট জানিয়েছেন, এই ছবিটি দেখার জন্যেই বহু বছর পর প্রেক্ষাগৃহে পা রাখলেন তিনি। আর এই ছবিটি দেখে তিনি এককথায় মুগ্ধ। আর তা এতটাই যে সবাইকে করজোড়ে তাঁর অনুরোধ সিনেমা হলে গিয়ে যেন প্রত্যেকে এই ছবিটি দেখেন। দেশের প্রামাণ্য ইতিহাসকে যে পর্দায় পেশ করা হয়েছে, সেকথাও জানান তিনি। পাশাপাশি ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ছবি তৈরির জন্য যে হরে গবেষণা করেছেন সেই ব্যাপারটিরও তারিফ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
ছবির অন্যতম অভিনেত্রী পলবী যোশির পারফর্মেন্সেরও সুখ্যাতি শোনা গিয়েছে তাঁর মুখে।
একেবারে শেষের করা টুইটটিতে ‘অনুরাগ’ ছবির অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিটি দেখার জন্য তিনি তাঁর মেয়ে মেঘা-কে অনেক অমুরোধ করে রাজি করিয়েছেন। এরপর তাঁর বক্তব্য, সব বাবা-মায়েরাই যেন তাঁদের সন্তানদের এই ‘মাস্টারপিস’ দেখার জন্য উৎসাহ দেন।
For all the latest entertainment News Click Here