এই ভোলাভালা খুদে বড় হয়ে নড়িয়ে দিয়েছে বলিউডের ভিত, বলুন তো কোন অভিনেত্রীর ছবি?
বলিউডের ভিত একাই নড়িয়ে দিয়েছে এই খুদে, অবশ্যই বড় হয়ে! টিনসেল টাউনের বাইরে থেকে এসে রাজত্ব কায়েম করেছেন নিজের। অভিনয় থেকে শুরু করে প্রযোজনা, পরিচালনা– সব ক্ষেত্রেই তিনি একশোয় একশো। আজ সেই অভিনেত্রীর জন্মদিন।
এখনো ধরতে পারলেন না কার কথা হচ্ছে। সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বরাবর নিজের গলার আওয়াজ জোরালো করেছেন তিনি। করণ জোহরের সাথেও নিয়েছেন ‘পাঙ্গা’। এবার নিশ্চয়ই গেলেন বুঝে। আজ্ঞে, কথা হচ্ছে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। আজ সেই সুন্দরীর জন্মদিন। ৩৫ বছরে পা রাখলেন তিনি।
২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পথ চলা শুরু। এরপর ‘ফ্যাশন’, ‘লাইফ ইন আ মেট্রো’ দিয়ে সকলের নজরে আসেন। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘তন্নু ওয়েডস মন্নু’। ছবি সুপার ডুপার হিট। ঠিক তারপরেই আসে ‘কুইন’, যা কঙ্গমনাকে বানিয়ে দেয় বলিউডে কুইন। জিতে নেন জাতীয় পুরস্কার। এরপর তো ‘মনিকর্ণিকা’, ‘থলাইভি’, ‘রঙ্গুন’-এর মতো ছবিতে তিনি কাজ করে সকলকে চমকে দিয়েছেন।
কঙ্গনাই প্রথম নায়িকা যিনি প্রকাশ্যে প্রতিবাদ করেছেন বলিউডে নেপোটিজমের। কঙ্গনা আর করণ জোহরের বিবাদও কারও অজানা নয়। করণের শো ‘কফি উইথ করণ’-এ বসেই এনেছিলেন প্রথম ঝড়।
বলিউডে কেরিয়ার তৈরি করা সহজ ছিল না কঙ্গনার জন্য। তাঁর ইংরেজির অ্যাকসেন্ট থেকে শুরু করে তাঁর লুকস, সব নিয়েই আপত্তি তুলেছিলেন তখনকার পরিচালকরা বলে জানা যায়। তবে, এখন তৈরি করেছেন নিজস্ব ফ্যানবেস। রাজনীতি থেকে শুরু করে খেলা-সিনেমা, সব বিষয় নিয়েই নিজের মতামত দেন নির্ভয়ে। গত বছর তাঁর বিতর্কিত টুইটের কারণে তাঁকে টুইটার থেকে আজীবনের জন্য ব্যান করা হয়। আপাতত বোমা ফাটাতে কঙ্গনা হাতে তুলে নেন ইনস্টাগ্রাম!
For all the latest entertainment News Click Here