নিক চুমুর পর চুমু খাচ্ছে প্রিয়াঙ্কাকে, বেবি জোনাসকে দেখা গেল কি ভাইরাল Video-তে?
সন্তানের জন্মের পর এটাই প্রথম দোল নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার। সম্প্রতি সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। দেশের বাইরে থাকলেও সমস্ত উৎসব পালন করেন দেশি গার্ল প্রিয়াঙ্কা তাঁর বিদেশি জামাই রাজাকে নিয়ে। লস অ্যাঞ্জেলসের বাড়িতে দোল খেলার বেশ কিছু ছবি আর ভিডিয়ো প্রিয়াঙ্কা শেয়ার করে নিলেন ইনস্টাগ্রামে। কিন্তু নেটপাড়ার চোখ কিন্তু খুঁজল বেবি জোনাসকে।
প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে মুখে রং মেখে নিক আসে বউকে দোলের শুভেচ্ছা জানাতে ও রং লাগাতে। এরপর দুজনে চুমু খান। ও গালে গাল ঘষে রং লাগান। তবে যেই না নিক প্রিয়াঙ্কার চুলে রং দিতে যান বরকে ঠেলে দিয়ে দৌঁড়ে পালিয়ে আসেন প্রিয়াঙ্কা। নিকও দোল খেলার ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রাম আর টিকটকে।
তবে, এসব দেখে খুব একটা মন ভরেনি নিক আর প্রিয়াঙ্কার ভক্তদের। তাঁদের মন যে তখন চাইছে প্রিয়াঙ্কার মেয়েকে দেখতে। প্রসঙ্গত, গত সপ্তাহেই প্রিয়াঙ্কা রোম থেকে লস অ্যাঞ্জেলসের বাড়িতে ফেরেন দোলের জন্য।
জানুয়ারি মাসেই মা হওয়ার খবর দেন প্রিয়াঙ্কা। জানান সারোগেসির মাধ্যমে সন্তানের আসার কথা। যদিও নিজেদের মেয়ের ছবি এখনও শেয়ার করেননি তাঁরা সোশ্যাল মিডিয়ায়। বরং ইনস্টা পোস্টে পিগি চপস লিখেছিলেন, এই সময়টা তাঁদের পরিবারের জন্য অত্যন্ত স্পেশ্যাল তাই যেন তাঁদের ব্যক্তিগত সময়ের সম্মান জানানো হয়।
আপাতত প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ‘সিটাডেল’, ‘টেক্সট ফর ইউ’, ‘এনডিং থিংস’ ছবিতে। সাথে আসবেন বলিউডেও ‘জি লে জারা’র শ্যুট করতে আলিয়া ও ক্যাটরিনার সাথে।
For all the latest entertainment News Click Here