৮০ পেরিয়েও পাহাড়ি রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালালেন ধর্মেন্দ্র! দেখুন ভিডিয়ো
সেই সত্তরের দশক থেকেই বলিউডের ‘হি ম্যান’ আর ধর্মেন্দ্র প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। মধ্যে আশির চৌকাঠ পেরিয়ে এলেও আজও তাঁর চনমনে ব্যক্তিত্বে মজে রয়েছে নেটপাড়া। সেই ব্যাপারটি আরও স্পষ্ট হয় নেটপাড়ায় তাঁর ভিডিয়ো বা কোনও ছবি আপলোড হতেই। হোলি উপলক্ষে এবার একটি স্পেশ্যাল ভিডিয়ো শেয়ার করেছেন ধরমজি। ভিডিয়োতে তাঁর এক ৬০ বছরের পুরনো ‘বন্ধু’-র সঙ্গে দেখা গেল তাঁকে। নিজের সেই পুরনো’ বন্ধুর সঙ্গে নেটিজেনদের আলাপও করিয়ে দিলেন তিনি।
বর্তমানে, মুম্বই থেকে বেশ খানিকটা দূরে লোনাভলার এক প্রান্তে নিরিবিলি পরিবেশে নিজের বিরাট ফার্ম হাউজে ইদানীং দিন কাটাচ্ছেন ধর্মেন্দ্র। মাঝেমধ্যেই নেট দুনিয়ায় নিজের ফার্ম হাউজের ছোট্টখাট্টো ট্যুর করান ‘ধরমজী’। ফার্ম হাউজের অন্দর এবং খেত খামারের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেন তিনি। আপলোড করেন টুইটারেও। এবারের তাঁর এই হোলি স্পেশ্যাল ভিডিয়োতে দেখা গেল, ১৯৬০ সালে কেনা নিজের ‘মিষ্টি’ ফিয়াট গাড়িতে চেপে বসে দর্শকদের সামনে হাজির হলেন ধর্মেন্দ্র। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তায় ধুলো উড়িয়ে তাঁর ওই ফিয়াট করে দিব্যি হাজির হলেন তিনি।
ভিডিয়োর ক্যাপশনে ধর্মেন্দ্র লিখেছেন, ‘আমার প্রথম কেনা ফিয়াট। ১৯৬০ সালে এই মিষ্টি গাড়িখানি কিনেছিলাম। আজ পাহাড়ি রাস্তায় এটি দিব্যি চালিয়ে এলাম। সবাইকে জানাই হোলির শুভেচ্ছা। ভালোবাসা রইল সবার জন্য।’ ভিডিয়োতে দেখা গেল গাড়ির স্টিয়ারিং বেশ পাকা হাতেই সামলাচ্ছেন আসি পেরনো এই বলি-নায়ক।স্বভাবতই এই ভিডিয়ো দেখে যে ধর্মেন্দ্র-প্রেমীরা মুগ্ধ, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ১৯৬০ সালে অর্থাৎ এই ফিয়াটটি কেনার বছরেই বলিউডে পা রাখেন ধর্মেন্দ্র। অর্জুন হিঙ্গরানির ছবি ‘দিল ভি তেরে হাম ভি তেরে’-এর মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন ধর্মেন্দ্র। বলিউডে ডেবিউর এক দশকের মধ্যেই নিজের পারফর্মেন্সের মাধ্যমে টিনসেল টাউনের সুপারস্টার-এ পরিণত হন তিনি।
For all the latest entertainment News Click Here