বিপ্লবের ‘গুলি করে মারা’র জবাব দিলেন লীনা, ‘এর আগে তো আমাকে ফোন করে কাজ চেয়েছে’!
বাংলা ধারাবাহিকের গল্প নিয়ে কিছুদিন আগেই বিপ্লব চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তোলপাড় হলেছিল বিনোদন জগত। লীনা গঙ্গোপাধ্যায়কে ‘গুলি করে মারা উচিত’ শুনে সেই সময় প্রতিবাদ করেছিলেন ভরত কল, রাহুল থেকে শুরু করে বহু অভিনেতারা। সপ্তাহখানেক পর এই নিয়ে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায় নিজে। আনন্দবাজার অনলাইনকে জানালেন, শুনে তাঁর করুণা হয়েছিল। সঙ্গে প্রশ্ন তুললেন, বিপ্লব নিজেও তো পরদায় খুব একটা ভালো মানুষের চরিত্রে অভিনয় করেননি!
সম্প্রতি কাহিনী ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিপ্লব। তাঁর বক্তব্য ছিল, লীনা নিজে নারী। সেই সঙ্গে তিনি মহিলা কমিশনের অধ্যক্ষ। তার পরেও সব ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হয়। নারীদের যেভাবে তুলে ধরা হয় তা অসম্মানজনক। আ সেদিনই তিনি বলে বসেন এইসবের জন্য লীনাকে গুলি করে মারা উচিত। যদিও পরে নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চান বর্ষীয়ান অভিনেতা। জানান, উত্তেজনার বশে তাঁর মুখ থেকে সেকথা বেরিয়ে গিয়েছে।
এতদিন পর লীনা এই ব্যাপারে নিজের মতামত জানালেন। তিনি বলেন, ‘সত্যি বলতে প্রথমে কথাটা শুনে আমার করুণা হয়েছিল। উনি নিজে আমাকে ফোন করে কাজ চেয়েছেন। বাংলা ধারাবাহিক ওঁর অপছন্দ হলে কাজ চাইলেন কেন? আর উনি নিজের অভিনয় জীবনে এমন সব চরিত্রে কাজ করেছেন যেগুলোকে কোনওমতেই ভালো বলা যায় না! তাহলে শুরুটা তো উনিই করেছেন! কিন্তু আমি জানি বিপ্লববাবু সেরকম মানুষ নন। বরং একটা মুখোশ পরে তিনি সেই অভিনয়গুলি করেছেন।’
সঙ্গে লীনা আরও জানান, তাঁর কোনও খারাপলাগা নেই বিপ্লব চট্টোপাধ্যায়ের উপর। বরং, তাঁকে দেওয়ার মতো কোনও চরিত্র থাকলে তিনি অবশ্য তাঁকে অফার দেবেন।
For all the latest entertainment News Click Here