সেঞ্চুরি করেই পরিতৃপ্ত নন, অজি বধের স্বপ্নে বুঁদ বাবর আজম
করাচিতে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলতি দ্বিতীয় টেস্ট খুব উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছে গিয়েছে। খেলার চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৯৭ রানে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। অস্ট্রেলিয়া পাকিস্তানকে ৫০৬ রানের বিশাল টার্গেট দিলেও জবাবে পাল্টা লড়াই করছে পাকিস্তান দল। দিনের খেলা শেষে, পাকিস্তান ২ উইকেটে ১৯২ রান করেছে। পাক দলের অধিনায়ক বাবর আজম একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন।সেই সঙ্গে হাফ সেঞ্চুরি করে ক্রিজে আছেন আবদুল্লাহ শফিকও। বর্তমানে পাকিস্তান জয় থেকে ৩১৪ রান দূরে রয়েছে। খেলার পঞ্চম দিনে যে কোনও ফলাফল আসতেই পারে। দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ রানের মধ্যেই ইমাম-উল-হক ও আজহার আলির উইকেট হারায় পাকিস্তান। এরপরে দলের হাল ধরেন বাবর আজম ও আবদুল্লাহ শফিক।
দ্বিতীয় দিনের খেলার বিশেষত্ব ছিল বাবর আজমের সেঞ্চুরি। যিনি খেলার শেষ পর্যন্ত ১৯৭ বলে অপরাজিত ১০২ রানে খেলছেন। টেস্ট ক্রিকেটে বাবর আজম তার ষষ্ঠ সেঞ্চুরি করেছেন এবং পুরো দুই বছর পর তার ব্যাট দিয়ে টেস্ট সেঞ্চুরি এসেছে। বাবর শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এদিন শতরান করার পরে বাবর আজম বলেন,‘এই নকটি আমার কাছে অনেক অর্থবহ করে। দলের জন্য এটা দরকার ছিল। সৌভাগ্যবশত আমি আবদুল্লাহ শফিকের সঙ্গে ভালো জুটি করতে পেরেছি। ম্যাচ এখনও শেষ হয়নি এবং আমাদের একইভাবে খেলা চালিয়ে যেতে হবে এবং অন্যান্য ব্যাটারদেরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
৫০৬ রানের টার্গেট যে কোনও দলের মনোবল ভেঙে দেয়,বিশেষ করে যখন তারা প্রথম ইনিংসে ১৪৮ রানে গুটিয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই দেখাচ্ছে পাকিস্তান দল। ইমাম-উল-হক মাত্র১ও আজহার আলি৬রান করে আউট হয়ে গেলেও তার পরেই ইনিংসকে এগিয়ে নিয়ে যান আবদুল্লাহ শফিক ও বাবর আজম। দুজনেই দুর্দান্ত রক্ষণ দেখিয়েছেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথম চারটি আসে ১৫৪ বলে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথম চার মারেন বাবর আজম। এরপরই দুই ব্যাটসম্যান ৩৬১ বলে ১৭১ রানের জুটি গড়েন। বাবর প্রথমে ৮৩ বলে হাফ সেঞ্চুরি করেন, আবদুল্লাহ শফিক ১৫৩ বলে খেলে হাফ সেঞ্চুরি করেন। দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি জুটিতে ২০১ বল খেলেন। ম্যাচ বাঁচাতে এমন পার্টনারশিপ দরকার ছিল পাকিস্তানের। এখন খেলার পঞ্চম দিনে অস্ট্রেলিয়া যদি তাড়াতাড়ি উইকেট না পায়, তাহলে করাচি টেস্ট জিততে পারে পাকিস্তান।
For all the latest Sports News Click Here