Deboshree Roy: পরিচালনায় আসার খবর সম্পূর্ণ ভুয়ো, সাফ জানালেন ‘সর্বজয়া’ দেবশ্রী
পরিচালনায় আসছেন অভিনেত্রী দেবশ্রী রায়! ওটিটিতে তথ্যচিত্র বানাতে চলেছেন তিনি। সম্প্রতি শহরের এক নামী সংবাদপত্রে এই খবর ছেপেছিল। এ বিষয় সম্প্রতি অপর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘সর্বজয়া’ নায়িকা জানিয়েছেন, এটি ভুয়ো খবর।
দেবশ্রীর পরিচালনায় আসার খবরে হইচই পড়ে গিয়েছিল বিনোদন জগতে। গত বছর ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। সৌজন্যে জি বাংলায় স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘সর্বজয়া’। ১০ বছর ধরে রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন দেবশ্রী, অভিনয় থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিকে অলবিদা জানান। তার কয়েক মাসের মধ্যেই মেগা ধারাবাহিকে কামব্যাকের ঘোষণা সারেন।
তবে ছোট পর্দায় অভিনয়ে ফিরে আসাটা মোটেই সহজ ছিল না দেবশ্রীর কাছে। শুধুতেই বিভিন্ন কটাক্ষ এবং ট্রোলের মুখোমুখি হয়েছিলেন। একাংশ নেটিজেন তাঁকে ‘কলকাতার বাসি রসগোল্লা’ বলে কটাক্ষ করেছিলেন। সেই সময় দেবশ্রী জানিয়েছিলেন, ‘আমি মুখে বলার চেয়ে কাজে করে দেখানোয় বিশ্বাসী। আগামী দিনেও সেটাই করব।’
প্রসঙ্গত, খবর রটেছিল নতুন কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য তথ্যচিত্র বানাতে চলেছেন দেবশ্রী। পশুকল্যাণের উপরে আবর্ত করে তৈরি হবে সেই তথ্যচিত্র। এ বিষয় ‘সর্বজয়া’ নায়িকার সাফ মন্তব্য, ‘আমি এখনই পরিচালনায় আসছি না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে।’ কেমন ধরনের ছবি বানাতে চলেছেন অভিনেত্রী? নায়িকার স্পষ্ট মন্তব্য, এমন কোনও সিদ্ধান্ত নিলে অবশ্যই সংবাদমাধ্যমকে জানাবেন তিনি।
For all the latest entertainment News Click Here