রাওয়ালপিন্ডির পিচ নিয়ে কি ICC -র রোষের মুখে পড়বে PCB?
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচটি সমস্ত দিক থেকে নেগেটিভ প্রতিক্রিয়া পেয়েছে। সমর্থক থেকে ক্রিকেটার সকলেই রাওয়ালপিন্ডির পিচকে মরা পিচ বলেছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সত্যিটাকে মানতে চায় না। পিসিবি মনে করে না যে রাওয়ালপিন্ডির পিচ খারাপ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন রাওয়ালপিন্ডির পিচ নিয়ে শীঘ্রই কড়া বার্তা পাঠাবে আইসিসি। সম্ভবত শাস্তির মুখেও পড়তে হতে পারে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে। তবে সূত্রের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটা মনে করছে না। পিসিবি মনে করে না যে আইসিসি রাওয়ালপিন্ডির পিচকে টেস্ট ক্রিকেটের জন্য ‘খারাপ পিচ’ বা ‘নট আপ টু দ্য মার্ক’ রেট দেবে।
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। চার দিনের বেশি সময় ধরে দুই দলই প্রথম ইনিংসে ব্যাট করেছে। এই সমতল পিচে প্রথমে পাকিস্তান দল দুর্দান্ত ব্যাটিং করেছিল। এরপর অস্ট্রেলিয়াও একই কাজ করেছে। প্রথম ইনিংসে পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রান করে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এরপর অস্ট্রেলিয়াও ৪৫৯ রান করে। শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই পিচের সেরা ব্যবহার করেছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ২৫২ রান করে। সেঞ্চুরি করেন ওপেনার ইমাম-উল-হক ও শফিক। পিচ নিয়ে টুইটারে অনেকেই বহু প্রতিক্রিয়া দিয়েছেন। অনেক ভক্ত বলেছেন যিনি পিচ তৈরি করেছেন তাকে রাস্তা তৈরির কাজ দেওয়া যেতে পারে।
পিচ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন ক্যাঙ্গারু অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচটি ড্র হওয়ার পরে কামিন্স বলেন, ‘এটা সম্ভবত একটি চিরাচরিত পিচ নয়। আপনি এখানে রাওয়ালপিন্ডিতে যেটা পেলেন। এটি স্পষ্ট যে তারা সম্ভবত দ্রুত বোলিং পিচ করার চেষ্টা করেছে।’ ম্যাচ শুরুর আগেই অজি সম্প্রচারকারী সংস্থাও এই পিচ নিয়ে মজা করেছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ সব মানতে রাজি নয়।
For all the latest Sports News Click Here