ব্রা-র মধ্যে কমলালেবু ভরে পরেছিলেন প্রীতি জিন্টা, বয়স তখন মাত্র ১২! তারপর যান…
জয় আর জিয়াকে নিয়ে নিজের মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। নভেম্বরে তিনি আর জিন গুডএনাফ সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন। তবে জানেন কি ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন প্রীতি। আর তাঁর জন্য তাঁর মাকে লজ্জায় পড়তে হত বহুবার।
সিমি গড়েওয়ালের শো-তে একবার প্রীতি জানিয়েছিলেন, ‘‘আমার মনে হয় আমি আমার মাকে অনেকবার লজ্জায় ফেলেছি। আর আমি যখন বড় হয়ে আমার বন্ধুদের তাঁদের বাচ্চাদের সাথে দেখি, তখন মনে মনে ভাবি, ‘হে ভগবান আমার সন্তানরা যেন আমার মতো না হয়’।’’
‘আমি সব নিয়ম ভেঙেছি, এত দুষ্টু ছিলাম আমি’, জানান প্রীতি। সেরকমই এক গল্প শোনান অভিনেত্রী। বড়দের পার্টিতে ঢোকা নিষিদ্ধ ছিল তাঁর। কিন্তু বন্ধ দরজার পিছনে কী হয় তা জানার বড়ই ইচ্ছে ছিল মনে। বারবার মাকে অনুরোধ করেও যখন কোনও লাভ হয়নি, তখন তিনি বেছএ নিয়েছিলবেন আজব পন্থা। মায়ের কাবার্ড থেকে বের করেছিলেন ব্রা। আর সেখানে কমলালেবু পুরে পরেছিলেন। আর হাজির হয়েছিলেন সেই পার্টিতে। বলেছিলেন, আমার বয়স এখন ১৮! এদিকে তিনি তখন ১২ বছরের।
প্রীতি জানান, ‘আমার মা খুব রেগে গিয়েছিল, খুব মানে খুব।’ আপাতত মেয়ের মতো লস এঞ্জেলসে আছেন তাঁর মাও। দু’জনকে প্রায়ই একসাথে সময় কাটাতে দেখা যায়।
নভেম্বর ২০২১-এ জিন গুডএনাফের সাথে ছবি শেয়ার করে সন্তানদের জন্মের খবর শেয়ার করে নেন তিনি। সেই সময় তিনি লিখেছিলেন, ‘হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।’
For all the latest entertainment News Click Here