Davis cup: বোপান্না-দিভিজের জয়, ডেনমার্ককে হারিয়ে ওয়ার্ল্ড গ্রুপে ভারত
ডেভিস কাপে ডেনমার্কের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিল ভারত। বিশ্ব গ্রুপে নিজেদের জায়গা ধরে রাখল ভারত। রোহান বোপান্না এবং দিভিজ শরণের জুটি একটি রোমাঞ্চকর ডাবলস ম্যাচে জয় পেল। ফ্রেডরিখ নিলসেন এবং মাইকেল টর্পগার্ডকে পরাজিত করলেন তারা।
ফেব্রুয়ারী ২০১৯ সালের পর প্রথমবার ডেভিস কাপ ম্যাচ খেলতে নেমেছিল শরণ এবং বোপান্না জুটি। এক ঘন্টা ৫৮ মিনিটে জয়লাভ করে তারা। খেলার ফল ছিল ৬-৭(৪),৬-৪, ৭-৬(৪)। প্রথম দিকে পিছিয়ে থেকে ম্যাচে ফেরে শরণ-বোপান্না জুটি। রোমাঞ্চকর ম্যাচের শেষের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নেন।
এদিনের রোমাঞ্চকর ম্যাচে এক উত্তেজনাপূর্ণ জয়ের ফলে ভারত ২০২২ মরশুমে বিশ্ব গ্রুপে থাকবে। অন্যদিকে ডেনমার্ককে যেতে হবে ওয়ার্ল্ড গ্রুপ দুইয়ে। শুক্রবার ডেভিস কাপে ডেনমার্কের বিরুদ্ধে টেনিস ওয়ার্ল্ড গ্রুপ 1 প্লে-অফ ম্যাচে রামকুমার রামানাথনের একতরফা জিতেছিলেন। ডেনিশ খেলোয়াড় ক্রিস্টিয়ান সিগসগার্ডের বিরুদ্ধে খেলার ফল ছিল ৬-৩, ৬-২। অন্য ম্যাচে য়ুকি ভামব্রিও জয়ী হয়েছিলেন। মাইকেল টর্পগার্ডকে পরাজিত করেছিলেন য়ুকি। খেলার ফল ছিল ৬-৪,৬-৪।
For all the latest Sports News Click Here