IND vs SL: মোহালিতে বিশ্বরেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা
গতকালই মারা গিয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। গোটা ক্রিকেটবিশ্বজুড়ে শোকের ছায়া। এরই মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২২ গজেই তাঁকে সম্ভাব্য সেরা শ্রদ্ধার্ঘ্য জানালেন তাঁর ‘রকস্টার’ রবীন্দ্র জাদেজা। অপরাজিত ১৭৫ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেন একদা ওয়ার্নের সঙ্গে রাজস্থান রয়্যালসের সাজঘর ভাগ করা জাদেজা।
আইপিএলের প্রথম মরশুমে রাজস্থানকে খেতাব জিতিয়েছিলেন ওয়ার্ন। সেই দলের সদস্য ছিলেন একেবারে তরুণ জাদেজা। তবে সেই বয়সেই জাদেজার দক্ষতা ভালভাবেই ধরতে পেরেছিলেন ওয়ার্ন। সাধ করে নাম দিয়েছিলেন ‘রকস্টার’। আর তাঁর মৃত্যুর পরের দিনেই ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন জাদেজা। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করলেও, নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি জাদেজা। তবে দিন যত যাচ্ছে তিনি ব্যাটার হিসাবে যেন ততই উন্নতি করছেন।
গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪০-র আশেপাশে, যা তাঁর উন্নতির পরিচয়বাহক। মোহালিতে প্রথম ইনিংসেও ফের একবার গোটা বিশ্ব ব্যাটার জাদেজার দক্ষতার পরিচয় পায়। তিনি যে শুধু অপরাজিত ১৭৫ রান করলেন তাই নয়, বরং সতীর্থদের সঙ্গে বড় বড় পার্টনারশিপও করেন। এর জেরেই এক বিশ্বরেকর্ড নিজের নামে করলেন জাদেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্তের সঙ্গে মিলে জাদেজা ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে মিলে যোগ করেন ১৩০ রান।
এরপর শতরানের গণ্ডি পেরিয়ে আগ্রাসী জাদেজার দেখা মেলে। নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে মিলে অপরাজিত ১০৩ রান যোগ করেন ভারতীয় অলরাউন্ডের। এই পার্টনারশিপে শামির অবদান ছিল মাত্র ২০ রানের। ঘটনাক্রমে, টেস্ট ক্রিকেটে এর আগে পঞ্চম উইকেটের পতনের পর কোনো ব্যাটার তিনটি শতরানের পার্টনারশিপে গড়তে সক্ষম হননি। জাদেজাই প্রথম যিনি এই কীর্তি করে দেখালেন। নিঃসন্দেহে ব্যাট হাতে ওয়ার্নের ‘রকস্টার’ তাঁকে যথার্থ শ্রদ্ধার্ঘ্য জানালেন।
For all the latest Sports News Click Here