১৬৪ রানের লিড পেয়েছে, পৃথ্বীর লড়াইয়ের পরেও মুম্বইকে হারানোর বড় সুযোগ গোয়ার সামনে
নিজেদের প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিলেন দলের অধিনায়ক পৃথ্বী শ’। তাঁর সঙ্গে মুম্বইও মুখ থুবড়ে পড়েছিল। তাও গোয়ার বিরুদ্ধে। গোয়া জবাবে ৩২৭ রান করেন। প্রথম ইনিংসের পর ১৬৪ রানে এগিয়ে যায় গোয়া। এই অবস্থায় মুম্বই তাদের দ্বিতীয় ইনিংসের শুরুটা অধিনায়কের হাত ধরে আক্রমণাত্মক মেজাজেই করেছিল। কিন্তু ৬ রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি পৃথ্বী শ’।
শুক্রবার রঞ্জি ট্রফি ম্যাচের দ্বিতীয় দিনে অধিনায়ক পৃথ্বী শ’ ৪৭ বলে ৪৪ রান করেন। কিন্তু তাঁকে এলবিডব্লিউ করেন দর্শন মিশাল। পৃথ্বীর ৪৪ রানের হাত ধরে দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ৫৭ রান মুম্বইয়ের।
মুম্বইয়ের প্রথম ইনিংসে ব্যাটিং লাইন আপ একেবারে খড়কুটোর মতো গুড়িয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও যদি একই ধারা বজায় থাকে, তবে কিন্তু সহজে ম্যাচ জিতে যাবে গোয়া। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এখনও গোয়ার হাতে দু’দিন সময় রয়েছে। প্রথম ইনিংসে মুম্বইয়ের শরফরজ খান একমাত্র ৬৩ রান করেছিলেন। তনুশ কোটিয়ান দ্বিতীয় সর্বোচ্চ করেছিলেন ৩০ রান। এ বারও যদি একই হাল হয়, তা হলে বাজিমাত করবে গোয়া। ৬ উইকেট নিয়েছিলেন গোয়ার লক্ষ্য গর্গ। অমিত যাদব নিয়েছিলেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে গোয়া দুরন্ত ছন্দে ৩২৭ রানে করে। একনাথ কেরকার ৭১ রান করেন। ওপেন করতে নেমে ৬৪ করেন অমোঘ সুনীল দেশাই। লক্ষ্য গর্গ ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স করেন। বলে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৯ রান করেন। আর ৪০ রান করেন সুয়াস প্রভুদেশাই। প্রত্যেকেই মোটামুটি রান করায় বড় রানের ইনিংস গড়ে গোয়া। ১৬৪ রানের লিড পায় তারা।
রঞ্জি ম্যাচের তৃতীয় দিন যদি মুম্বই ব্য়াটাররা নিজেদের সেরাটা দিতে না পারেন, তা হলে কিন্তু চাপে পড়ে যাবেন পৃথ্বী শ’রা। গোয়ার সামনে মুম্বইকে হারানোর বড় চ্য়ালেঞ্জ রয়েছে।
For all the latest Sports News Click Here