Ranji Trophy: ৩৩ বছরের ক্রিকেটার একাই নিলেন ১০টি উইকেট! পুদুচেরিকে ৮ উইকেটে হারাল জম্মু-কাশ্মীর
রঞ্জি ট্রফিতে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে জম্মু-কাশ্মীর। তারা তাদের প্রথম ম্যাচে পুদুচেরি দলকে ৮ উইকেটে পরাজিত করেছে। জম্মু-কাশ্মীরের এই বড় জয়ে পুরো দলের কাছে একটা সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে ১০ উইকেট নিয়ে ম্যাচে বাঁক ঘুরিয়ে দিয়েছিলেন জম্মু কাশ্মীরের ৩৩ বছর বয়সী বোলার পারভেজ রসুল। অর্থাৎ পারভেজের স্পিনেই পুদুচেরিকে হারায় জম্মু-কাশ্মীর। ম্যাচে জম্মু-কাশ্মীরের সামনে ৪২ রানের লক্ষ্য রেখেছিল পুদুচেরি। যা জম্মু-কাশ্মীর দুই উইকেট হারিয়ে অর্জন করেছিল।
পুদুচেরি ম্যাচে প্রথমে ব্যাট করে পিকে ডোগরার সেঞ্চুরির সুবাদে তাদের প্রথম ইনিংসে ৩৪৩ রান করে। জবাবে, জম্মু ও কাশ্মীর তাদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে। এরফলে পুদুচেরির বিরুদ্ধে ৮৩ রানের লিড নিয়েছিল জম্মু ও কাশ্মীর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ব্যাটসম্যান আব্দুল সামাদ দ্রুত সেঞ্চুরি করেছিলেন। এরপরে দ্বিতীয় ইনিংস খেলার সময় পুদুচেরি মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায়। আর, জয়ের জন্য ৪২ রানের সহজ টার্গেট পায় জম্মু ও কাশ্মীর। তারা দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য অর্জন করে ফলে ম্যাচটি আট উইকেটে জেতে জম্মু-কাশ্মীর।
জম্মু ও কাশ্মীরের জয়ে ৮৫ রান দিয়ে ১০টি উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী স্পিনার পারভেজ রসুল। এতে তিনি প্রথম ইনিংসে ৫৬ রানে চারটি উইকেট শিকার করেন। এরপরে দ্বিতীয় ইনিংসে ২৯ রান দিয়ে রসুল শিকার করেন ৬ উইকেট। পারভেজ রসুল ছাড়াও দলের দ্বিতীয় সফল বোলার ছিলেন ভারতের দ্রুততম বোলার ওমরান মালিক। প্রথম ইনিংসে ৩ উইকেটসহ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। আব্দুল সামাদের মতো, ওমরান মালিকও আইপিএল ২০২২-এ সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলবেন।
For all the latest Sports News Click Here