২ ইনিংসে যা করতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা, ১১ নম্বরে ব্যাট করতে নেমে তাই করলেন কিউয়ি বোলার
দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়ে যে রান করতে পারেননি, তার চেয়েও বেশি রান করেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। যিনি ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৬৮ বলে ৫৮ রান করেন। প্রোটিয়া টিমের কোনও ব্যাটসম্যানই নিউজিল্যান্ডের ১১ নম্বরে ব্যাট করতে নামা হেনরির চেয়ে বেশি রান করতে পারেননি।
দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করেন তেম্বা বাভুমা। তিনি তাদের দ্বিতীয় ইনিংসে ৭৩ বলে ৪১ রান করেন। তবে বাভুমাও কিন্তু ম্যাট হেনরির চেয়ে বেশি রান করতে পারেননি। নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছে এটা লজ্জার পরিসংখ্যান। প্রসঙ্গত, শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দুরন্ত ছিলেন ম্যাট হেনরি। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট তুলে নেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই বিধ্বংসী মেজাজে ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। প্রোটিয়াদের একেবারে ল্যাজেগোবরে করে এক ইনিংস এবং ২৭৬ রানে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে কিউয়ি বোলিংয়ের সামনে একেবারে যেন তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ।
টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরির আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৯৫ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। হেনরি একাই নেন ৭ উইকেট। এর পর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৮২ রান করে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে ফের খড়কুটোর মতোই উড়ে যায় তারা। ১১১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা সর্বোচ্চ ৪১ রান করেন। টিম সাউদি নেন ৫ উইকেট। হেনরি দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন।
For all the latest Sports News Click Here