‘পাওয়েল যেন গুলি চালাচ্ছিল’, ক্যারিবিয়ান ব্যাটারের ইনিংস দেখে ‘খুশি’ ঋষভ পন্ত
শুক্রবার ইডেনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র তিন উইকেট হারিয়েও লক্ষে পৌঁছতে পারেনি ওযেস্ট ইন্ডিজ। তবে একটা সময় নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েলের মারমুখী ব্যাটিংয়ে ভারতের জয়ের আশা ক্ষীণ মনে হচ্ছিল। আর পাওয়েলের এই মারমুখী ব্যাটিং দেখে খুশি হচ্ছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্ত। ম্যাচ শেষে নিজেই এই কথা জানান চলতি সিরিজে ভারতীয় দলের সহঅধিনায়ক।
ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সঞ্চালক হর্ষা ভোগলেকে ঋষভ জানান, ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলের ব্যাটিং দেখে তিনি কেন খুশি হচ্ছিলেন। ঋষভ বলেন, ‘আমার কাছে মনে হচ্ছিল পাওয়েল যেন গুলি চালাচ্ছে। তাঁর ব্যাটিং দেখে মনে মনে কোথাও আমিও খুশি ছিলাম কারণ সে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে।’ উল্লেখ্য, ঋষভ আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক। পাওয়েলকে দিল্লির দল এবারের নিলামে ২.৮ কোটি টাকা দিয়ে নিয়েছে। এই আবহে দেশের জার্সিতে পাওয়েলের ফর্ম খুশি করেছে পন্তকে।
পাওয়েল শুক্রবার ৩৬ বলে ৬৮ রান করেন। তবে দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থাকলেও তিনি দলকে ম্যাচ জেতাতে পারেননি। হর্ষল প্যাটেলের শেষ ওভারে পরপর দু’টি ছক্কা মেরে ভারতীয় দর্শকদের হৃদয়ে কাঁপুনি ধরালেও দলকে লক্ষ্যে নিয়ে যেতে পারেননি পাওয়েল। তবে যে জোরে জোরে তিনি বলকে প্রহার করলেন তাতে মুগ্ধ হয়েছেন তাঁর দলের অধিনায়ক কায়েরন পোলার্ডও। আর পাওয়েল এই ফর্মে থাকলে যে বিপক্ষ দলের বোলারদের রাতের ঘুম উড়বে, তা বলাই বাহুল্য।
For all the latest Sports News Click Here