নুসরত নয় ওপার বাংলার নুসরাতের প্রেমে পড়েছেন ‘রকস্টার’ যশ!
নুসরতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন যশ। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই, যদিও বিতর্ককে পাত্তা দেন না তিনি। তবে এবার নুসরত জাহানকে ভুলে নুসরাত ফারিয়ার সঙ্গে জমবে যশের রোম্যান্স। আর পুরোটাই ঘটবে অনস্ক্রিনে। সৌজন্যে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি ‘রকস্টার’। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবিতে একজন রকস্টারের ভূমিকায় অভিনয় করবেন যশ। ইতিমধ্যেই ছবির শ্যুটিংও শুরু করে ফেলেছেন অভিনেতা।
অংশুমান প্রত্যুষের ‘এসওএস কলকাতা’ ছবির সেটেই শুরু যশরত-এর প্রেমকাহিনি। এইবার সন্ত্রাসবাদ নয়, সম্পর্কের গল্প বলবেন পরিচালক। এক রক শিল্পীর জীবনের উঠ-পড়া উঠে আসবে ছবিতে। স্বাভাবিকভাবেই এই ছবির গুরুত্বপূর্ণ অংশ মিউজিক। যার দায়িত্বভার থাকছে প্রতীক কুণ্ডু আর অমিত-ঈশানের উপর। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অরিন্দম দাস, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
এর আগে হিন্দি ছবিতে রণবীর,ফারহানদের রকস্টারের ভূমিকায় দেখেছি। তবে বাংলা ছবিতে এটা এক্সপেরিমেন্ট বলা যেতেই পারে। পরিচালকের দাবি যশকে এর আগে কখনও এমন লুকে দেখা যায়নি। ছবির স্বার্থে একাধিক রকস্টারের হাবভাব খুঁটিয়ে দেখছেন অভিনেতা, চেষ্টা করছেন সেই আদব-কায়দা আয়ত্ত করতে। কলকাতা জুড়ে হবে এই ছবির শ্যুটিং।
গিটার বাজানোটা অল্প-বিস্তর আগে থেকেই জানা আছে যশের। তবে পরিচালকের কথায়, যশের শারীরিক গঠন নাকি এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। পাশাপাশি আগের ছবিতে কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। কিন্তু প্রশ্নটা হল নুসরত জাহানের বদলে আচমকা ওপার বাংলার নুসরাতকে কেন বাছলেন তিনি? আনন্দবাজারকে পরিচালক জানিয়েছেন, বহুদিন ধরেই নুসরত ফারিয়ার সঙ্গে কাজের ইচ্ছা ছিল তাঁর। এই চরিত্রটি একদম পারফেক্ট ‘পটাকা’ গার্লের জন্য। পাশাপাশি এই ছবির সঙ্গে বাংলা ছবির জগত পাকে নতুন এক জুটিকে। সেটাই বা কম কী!
সদ্যই ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’র কাজ শেষ করেছেন যশ। এই ছবিতে যশের নায়িকা নুসরত জাহান, পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে যশ-এনার ‘চিনে বাদাম’।
For all the latest entertainment News Click Here