ইন্টারের কড়া চ্যালেঞ্জ সত্ত্বেও ম্যাচ জিতল লিভারপুল, ৯০ মিনিটের গোলে ড্র বায়ার্নের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব শুরু হয়ে গিয়েছে। নক আউটের রাউন্ড অফ ১৬-র প্রথম লেগে ইন্টার মিলানের বিরুদ্ধে লিভারপুল লড়াই করে জয় ছিনিয়ে নিলেও আরবি সালজবার্গের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ছয়বার চ্য়াম্পিয়ন্স লিগ জয়ী আরেক দল বায়ার্ন মিউনিখকে।
ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। লিভারপুল বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ইন্টারের হয়ে হাকান চালহানহোগলু গোল করার সবচেয়ে বড় সুযোগ পান। তাঁর শট লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের শুরুটা ব্যাপকভাবে করে ইন্টার। তাদের আক্রমণে কার্যত অসহায় দেখাচ্ছিল লিভারপুলকে।
তবে খেলার গতির বিরুদ্ধেই কর্ণার থেকে নিখুঁত হেডারে লিভারপুলকে এগিয়ে দেন রবার্তো ফির্মিনো। তার আট মিনিস পরেই ফের একবার সেট পিস ডিফেন্ডিং সমস্য়ায় ফেলে ইন্টারকে। বক্সের মধ্যে থেকে ভ্যান ডাইকের হেড ডাইন করা বল গোলে জড়িয়ে দেন মহম্মদ সালাহ। ইন্টার ডিফেন্ডার বাস্টোনির গায়ে লেগে বল দিক পরিবর্তন করায় ইন্টার গোলরক্ষক সামির হান্ডানোভিচের কাছে বল আটকানোর কোনো সুযোগই ছিল না। ২-০ ম্যাচ জিতে নেয় রেডসরা।
অপরদিকে, বুন্দেশলিগায় গত ম্যাচে ভিএফএল বোখামের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে অপ্রত্যাশিত হারের পর এদিন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় বায়ার্ন মিউনিখ। সালজবার্গের স্ট্রাইকার চুকুইবুইকে অ্যাডামু অস্ট্রিয়ার দলকে ২১ মিনিটেই লিড এনে দেন। সল্জবার্গ যখন এক বিখ্যাত ম্যাচ জিতে যাবে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই তাদের হৃদয়ভঙ্গ করেন কিন্সলে কোম্যান। তাঁর ৯০ মিনিটের গোলেই ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়।
For all the latest Sports News Click Here