‘আ থার্সডে’-এর শ্যুটিংয়ে নেহা ধুপিয়াকে ভয় পেয়েছিলেন অতুল কুলকার্নি! কেন জানেন?
সম্প্রতি, সামনে এসেছে বেহ্জাদ খাম্বাটা পরিচালিত থ্রিলার ‘আ থার্সডে’-র প্রথম ঝলক। আর তা দেখে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে দর্শককুল।’আ থার্সডে’ ছবিতে মুখ্য ভূমিকায় ইয়ামি গৌতম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্নি এবং করণবীর শর্মা-কে। এক পুলিশ অফিসারের ভূমিকায় ছবিতে হাজির হবেন অতুল কুলকার্নি।
সম্প্রতি, হিন্দুস্তান টাইমস-কে এক সাক্ষাৎকারে এই ছবি নিয়ে কথা বলাকালীন অতুল জানান শ্যুটিং চলাকালীন নেহা ধুপিয়ার স্বাস্থ্য নিয়ে দারুণ উদ্বিগ্ন থাকতেন তাঁরা। রীতিমতো ভয়ে ভয়ে থাকতেন তাঁরা। এবং তা এতটাই যে তাঁদের মনে হত যখন তখন নেহাকে হয়ত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছুটতে হবে। তার কারণ আর কিছুই নয়, সেই সময় গর্ভবতী ছিলেন এই বলি-অভিনেত্রী।
অতুল কুলকার্নির কথায়, ‘গর্ভবর্তী অবস্থায় কী করে যে নেহা এই ছবির শ্যুটিং পুরো শেষ করতে পারল, তা ভেবে আজও অবাক হই। আমরা তো বেশ ভয়ে ভয়েই থাকতাম এই বুঝি কোনও শট শেষ হলেই নেহাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। কিংবা নিদেনপক্ষে সেই দিনের শ্যুটিং শেষে। সত্যি কথা বলতে কী, এই সব দেখার পর নেহার প্রতি আমার দারুণ শ্রদ্ধা জন্মেছে। মেয়েটি কীসব কঠিন সিকোয়েন্স-এ না কাজ করেছে! আমি তো ওঁকে জড়িয়ে ধরে এই কথাটাই বলেছিলাম যে একজন অভিনেতা হিসেবে পেশার প্রতি তোমার যে আনুগত্য ও নিষ্ঠা, তাঁর জন্য তোমাকে আমার কুর্ণিশ!’
প্রসঙ্গত, শোনা যাচ্ছিল এই কপ-থ্রিলার নাকি ২০০৮ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘আ ওয়েডনেসডে’-এর সিক্যুয়েল।সেই ব্যাপারেও মুখ খুলেছেন অতুল। বলেছেন, ‘ একেবারেই নয়! দর্শক যখনই এই ছবিটি দেখবেন, তাঁরা বুঝতে পারবেন ওই ছবিটির সঙ্গে আমাদের এই ছবির কোনও মিল-ই নেই। সপ্তাহে ওয়েডনেসডে (বুধবার) এর পর থার্সডে (বৃহস্পতিবার) আসে বলেই এই ছবির নামটি আ থার্সডে রাখা হয়েছে। ব্যাস! এটুকুই।’উল্লেখ্য, নীরজ পাণ্ডে পরিচালিত ‘আ ওয়েডনেসডে’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নাসিরুদ্দিন শাহ, অনুপম খের এবং জিমি শেরগিল-কে।
For all the latest entertainment News Click Here