ATK MB vs FC Goa Live: গোয়াকে হারাতে পারলে প্রথম চার অনেকটাই নিশ্চিত হবে বাগানের
লাইভ আপডেটস
Updated: 15 Feb 2022, 07:16 PM IST
- কেরালা ব্লাস্টার্সকে টপকে আজ কি এটিকে মোহনবাগান আইএসএলের সর্বোচ্চ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়তে পারবে? এই মুহূর্তে তারা কেরালা ব্লাস্টার্সের মতোই টানা ১০টি ম্যাচে জিতে একই স্থানে অবস্থান করছে।
১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে রয়েছে এটিকে মোহনবাগান। আজ ম্যাচ জিতলেই শীর্ষে থাকা হায়দরাবাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড। হায়দরাবাদের পয়েন্ট ১৬ ম্যাচে ২৯। আজ জিতলে এক ম্যাচ কম খেলেই ২৯ পয়েন্ট হয়ে যাবে বাগানের। তবে হায়দরাবাদ গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে থাকবে।
সন্দেশ আর তিরির উপর আজ বাগানের দুর্গ রক্ষার ভার
আজ প্রথম একাদশে সন্দেশ, খেলছেন আইএসএলের ১০০তম ম্যাচ
দুই দলের প্রথম একাদশ
দুই দলের চোট-আঘাত, অসুস্থতার আপডেট
এফসি গোয়ার একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে এর ম্যাচ ম্যাচ বাতিল হচ্ছে না। ম্যাচের আগের দিন অর্থাৎ সোমবার এফসি গোয়া অনুশীলন বা প্রথাগত সাংবাদিক বৈঠক—কিছুই করেনি। তবে আইএসএলের যা নিয়ম, তাতে গোলকিপার-সহ ১৫ জন ফুটবলার সুস্থ থাকলেই ম্যাচ হতে পারে।
মোহনবাগানে আবার চোট-আঘাত সমস্যা যেমন রয়েছে, তেমনই করোনা কাটিয়ে প্লেয়াররা এখনও পুরো ফুট হয়ে উঠতে পারেননি। যে কারণে চিন্তায় রয়েছেন ফেরান্দোও।
আগের ম্যাচের ফল
এফসি গোয়াকে বিদায় জানিয়েই মরশুমের মাঝপথে এটিকো মোহনবাগানের দায়িত্ব নেন জুয়ান ফেরান্দো। আর কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল ফেরান্দোর। সেই ম্যাচে গোয়ার টিমকে সবুজ-মেরুন ব্রিগেড ২-১ হারিয়েছিল।
এফসি গোয়ার অবস্থান
শেষ ম্যাচে গোয়া চেন্নাইয়িন এফসি-কে ৫-০ হারিয়েছে। তার আগের ম্যাচ ওড়িশার সঙ্গে ১-১ ড্র করেছে। ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নিগ টেবলের নয় নম্বরে রয়েছে গোয়া।
এটিকে মোহনবাগানের অবস্থান
১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে রয়েছে এটিকে মোহনবাগান। গোয়ার বিরুদ্ধে জিততে পারলে প্লে-অফের জন্য জায়গা অনেকটাই পাকা হয়ে যাবে। এ দিকে এটিকে মোহনবাগান কিন্তু টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে। শেষ দুই ম্যাচে তারা হায়দরাবাদ (২-১) এবং নর্থ ইস্টকে (৩-১) হারিয়েছে।
For all the latest Sports News Click Here