AUS vs SL T20: বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি, সিরিজের বাইরে স্মিথ
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিডনির ময়দানে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচ সুভার ওভারে জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের আগো গোড়ায় ছিল উত্তেজনায় ভরপুর। শ্রীলঙ্কা নিজেদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ১৮ রান করলেও ম্য়াচ টাই হয়। আর এই ওভারেই বাউন্ডারি রোখার এক অবিশ্বাস্য প্রয়াশেই নিজেকে আহত করে বসেন স্টিভ স্মিথ।
ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে মাহিশ থিকশানা মিড উইকেটের দিকে বল মারেন। সেখানে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের মাথায় অনেকটাই ওপর দিয়েই বল চলে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। তবে স্মিথ বল বাঁচাতে প্রায় বাজপাখির মতো লাফ দেন। শূন্যেই বল ধরে তা আবার বাউন্ডারির ভিতরেও ছুড়ে দেন। আর এই গোটা প্রক্রিয়াতেই আহত হন তিনি। বেশ উঁচু থেকে সজোরে মাটিতে আছড়ে পড়ায় মাথায় আঘাত পান অজি তারকা। মাথা ধরেই তাঁকে মাঠে তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম আসে এবং মাঠ ছাড়তে বাধ্য হন স্মিথ।
ম্যাচের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় স্টিভ স্মিথ গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলে, ‘স্টিভ স্মিথের কনকাশন রয়েছে এবং পরবর্তী কয়েক দিনের জন্য় ওকে অল্পকিছু নিয়মনীতি মেনে চলতে হবে। এর ফলে ওর পুরোপুরি সুস্থ হতে ছয় থেকে সাত দিন সময়। তাই বাকি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর ওর মাঠে নামা হবে না।’
স্মিথের দুরন্ত প্রয়াশ সত্ত্বেও তাঁর পা লাফ দেওয়ার আগে বাউন্ডারি লাইনে টাচ করায়, থিকশানার শটটি ছয় বলেই গণ্য করা হয়। তবে ম্যাচে তিন উইকেট নেওয়ার পর সুভার ওভারেও দুর্ধর্ষ বোলিং করেন জোস হ্যাজেলউড। তিনি মাত্র পাঁচ রান খরচ করেন। জবাবে স্টইনিস পরপর দুই বলে চার মেরে, তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিরা আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে।
For all the latest Sports News Click Here