১৪ বছর পর ফের গুজরাতি ছবি, রইল পরেশ রাওয়াল অভিনীত ‘ডিয়ার ফাদার’-এর ট্রেলার
মুক্তি পেল পরেশ রাওয়াল অভিনীত বহু প্রতীক্ষিত গুজরাতি ছবি ‘ডিয়ার ফাদার’ এর ট্রেলার। এই ছবির মাধ্যেম প্রায় ১৪ বছর পর গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রি জগতে কামব্যাক করলেন এই জনপ্রিয় বলি-অভিনেতা। মূলত, প্রয়াত নাট্যকার উত্তম গাডা রচিত বিখ্যাত গুজরাতি নাটক ‘ডিয়ার ফাদার’-এর গল্প অনুযায়ীই তৈরি হয়েছে এই ছবি।
ছবির ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে এক বাবার সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ছে তাঁর ছেলে। বাদানুবাদ বাড়লে বাবাকে কর্কশভাবে কথা শুনতেও পিছপা হতে দেখা গেল না সেই ছেলেকে। নিরীহ শ্বশুরের বিরুদ্ধে তীব্র অসন্তোষ করতে দেখা গেল ছেলের স্ত্রীকেও। এই বাবার চরিত্রেই রয়েছেন পরেশ রাওয়াল। ছেলের চরিত্রের দর্শকদের সামনে হাজির হয়েছেন চেতন ধানানি এবং ছেলের স্ত্রীকে ভূমিকায় দেখা গেল মানসী পারেখ-কে। ট্রেলারে ‘জেনারেশন গ্যাপ’ বিষয়টির সমস্যা উঠে এসেছে। বর্তমান সমাজে পুরনো প্রজন্মের সঙ্গে নয়া প্রজন্মের মানসিকতার ফারাক কতটা সুদূরপ্রসারিত, দেখানো হয়েছে সেটিও। তবে ছবির গল্প দারুণভাবে বাঁক নেয় যখন একদিন হঠাৎ খুন হয়ে যান পরেশ রাওয়াল অভিনীত সেই নিরীহ বাবার চরিত্রটি।
ঘটনার শেষ এখানেই নয়। উমং ব্যাস পরিচালিত এই থ্রিলার আরও জমে ওঠে যখন এই খুনের তদন্ত করতে হাজির হন এক ক্রাইম ব্রাঞ্চ অফিসার, যাঁকে দেখতে অবিকল মৃতের মতো। বলাই বাহুল্য, এই চরিত্রেও অভিনয় করেছেন পরেশ রাওয়াল। এরপরেই মোচড় আসা শুরু হয়ে চিত্রনাট্যে। তদন্তে উঠে আসে নানান চমকপ্রদ ঘটনার ইঙ্গিত। শেষমেশ এই রহস্য-মৃত্যুর উদঘাটন করতে পারবেন কি ওই অফিসার? সেই নিয়েই এগোবে এই ছবি। শুক্রবার আপাতত এই ট্রেলার রিলিজের পর পর্দায় সেই রহস্য উন্মোচনের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।
For all the latest entertainment News Click Here