৭৪ বছর বয়সে চলে গেলেন ‘মহাভারত’-এর ভীম, শেষ সময়ে ভুগছিলেন আর্থিক সংকটে
বিখ্যাত সিরিয়াল ‘মহাভারত’-এ ‘ভীম’ চরিত্রে অভিনয় করা প্রবীণ কুমার সোবতি মারা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ৭৪ বছর বয়সে চলে গেলেন সকলকে ছেড়ে। তিনি ছিলেন পঞ্জাবের বাসিন্দা, বলিউডের অনেক ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শক মন জয় করেছেন।
‘মহাভারত’-এ ভীমের ভূমিকায় প্রবীণ কুমারকে বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর এই ধারাবাহিকে অভিনয়ই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। নিজের অভিনয় দিয়ে ভীম-কে যেন জীবন্ত করে তুলেছিলেন তিনি।
অভিনয়ে যোগ দেওয়ার আগে প্রবীণ একজন হ্যামার এবং ডিসকাস থ্রো ক্রীড়াবিদ ছিলেন। এশিয়ান গেমসে জিতেছিলেন ২টি সোনা, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ। এশিয়ান ও কমনওয়েলথ গেমসে পদক জিতে দেশের জন্য খ্যাতি এনেছিলেন। প্রবীন অর্জুন পুরস্কারেও ভূষিত হন। ক্রীড়া জগতে নিজের নাম প্রতিষ্ঠার পর তিনি বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এও চাকরিও পেয়েছিলেন, কিন্তু কয়েক বছর পর প্রবীণ কুমার সোবতি অভিনয় করার জন্য মনস্থির করেন এবং আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
‘মহাভারত’র পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনীত ‘শাহেনশাহ’ এবং ধর্মেন্দ্রর ‘লোহা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। পাশাপাশি ‘আজ কা অর্জুন’, ‘আজুবা’, ‘ঘায়েল’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেন তিনি। ২০১৩ সালে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। আম আদমি পার্টির টিকিটে ভোটে লড়াই করেন।
তবে বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে প্রবীণ কুমার জানিয়েছিলেন, তাঁর স্বাস্থ্য ভালো না থাকায় তিনি বাড়িতেই থাকেন। খাওয়া-দাওয়ায় অনেক ধরনের বিধিনিষেধ এসেছে। বাড়িতে তাণর দেখাশোনা করতেন স্ত্রী বীণা।
জীবদ্দশায় পঞ্জাব সরকারের বিরুদ্ধে তিনি ক্ষোভপ্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন এশিয়ান গেমসে যাঁরা অংশগ্রহণ করেন বা পদক জেতেন তাঁদের পেনশন দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়নি। সরকার তাঁর সাথে সৎ মায়ের মতো আচরণ করেছে বলেও দাবি তুলেছিলেন তিনি। ভুগছিলেন অর্থকষ্টেও।
সোমবার ৭ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় তাঁর।
For all the latest entertainment News Click Here