শয্যাদৃশ্যে সিদ্ধান্তের সঙ্গে অবাধ ‘যৌনতা’, রণবীরের অনুমতি নিয়েছেন দীপিকা?
নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন। বোনের হবু বরের প্রতি তীব্র শরীরী আকর্ষণ, আর সেই নেশাতেই একের পর এক ‘ভুল’ করে চলেছে আলিশা! অথচ এই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরিয়েও আসতে পারছেন না, যার জেরে টালমাটাল আলিশার ‘ম্যারেড লাইফ’। আজকের যুগের সম্পর্কের এমনই জটিলতা এবার পর্দায় তুলে ধরছেন পরিচালক শকুন বত্রা। ছবির নাম ‘গেহরাইয়া’। এই ছবিতে দীপিকা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য্য কারওয়ারা।
‘গেহরাইয়া’তে দীপিকার তুতো বোনের চরিত্রে রয়েছেন অনন্যা, এবং তাঁর হবু বর সিদ্ধান্তের সঙ্গেই উদ্দাম যৌনতায় মজতে দেখা যাবে দীপিকাকে। ছবির ট্রেলার ও গানে দীপিকা ও সিদ্ধান্তকে অন্তরঙ্গ অবস্থায় দেখে রীতিমতো উত্তেজিত ফ্যানেরা। রণবীরের গল্লি বয় কো-স্টারের সঙ্গে দীপিকার মাখোমাখো রসায়ন নজর এড়াচ্ছে না কারুর। কেউ কেউ প্রশংসা করছেন, কেউ সমালোচনা, তবে একথা মানতেই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিদ্ধান্ত-দীপিকার কেমিস্ট্রি।
বিয়ের পর প্রথমবার এতটা সাহসী দৃশ্যে অভিনয় করলেন দীপিকা, এই নিয়ে কী রণবীরের অনুমতি নিতে হয়েছে তাঁকে? বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাত্কারে এই নিয়ে দীপিকা বলেন, ‘এটা খুব বোকা বোকা যে আমাকে এই নিয়ে মন্তব্য করতে হচ্ছে। আমি কখনও (সোশ্যাল মিডিয়া) কমেন্ট পড়ি না। এবং আমার মনে হয় রণবীরও পড়ে না, সত্যি বলতে এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার, খুব বোকা বোকা’।
রণবীরের গহরাইয়া নিয়ে কী প্রতিক্রিয়া? দীপিকা হাসিমুখে জানান, ‘আমার মনে হয় ও খুব গর্বিত। আমরা যে ছবিটা বানিয়েছি সেটা নিয়ে রণবীর গর্বিত, আর আমার পারফরম্যান্স নিয়েও’।
এই ছবির অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করবার জন্য নিয়োগ করা হয়েছিল একজন ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ পরিচালক (intimacy director), যা ভারতীয় ছবির ক্ষেত্রে বিরল ঘটনা। ইউক্রেনিয়ান বংশোদ্ভূত পরিচালক ডর গাই (Dar Gai) এই দায়িত্ব পালন করেছেন।
‘গেহরাইয়া’তে থাকছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতারাও। করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম ১৮ যৌথভাবে প্রযোজনার দায়িত্ব সামলেছে এই ছবির। শকুন জানিয়েছেন, ‘এটা শুধু একটা ছবি নয়, মানুষের সম্পর্কের ভিতরে ঢুকে পড়বার একটা জার্নি, বর্তমান জীবনের পরিণত সম্পর্কের একটা আয়না এই ছবি। কেমনভাবে আমরা সম্পর্ক, আবেগের বেড়াজালে আটকে পড়ি. কেমনভাবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ,সিদ্ধান্ত আমাদের জীবনকে প্রভাবিত করে, আর শুধু আমাদের নয় সেই সব বিষয়গুলো আমাদের আশেপাশের মানুষদেরও জীবন থেকেও অধরা থাকে না’।
আগামী ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে সরাসরি মুক্তি পাবে ‘গেহরাইয়া’।
For all the latest entertainment News Click Here