পুরো পারিশ্রমিক না পেলে বিপিএলে খেলবেন না তাসকিন আহমেদ
শুভব্রত মুখার্জি: চলতি বিপিএলের অন্দরে প্রতিদিন এক এক করে নয়া ঝামেলা সামনে আসছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং মেহেদি হাসান মিরাজের মনোমালিন্য মিটতে না মিটতেই এবার কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে দিলেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। মরশুমের পুরো পারিশ্রমিক মেটানো না হলে মাঝপথেই বিপিএল ছাড়ার হুমকি দিলেন তিনি।
প্রসঙ্গত মেহেদি হাসান মিরাজ ইস্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চলতি বিপিএলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। চলতি বিপিএলের মরশুম চলাকালীন খবর এল সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন নাকি পুরো পারিশ্রমিক না পেলে বিপিএলে আর না খেলার ‘হুমকি’ দিয়েছেন। বিসিবির নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ দিতে হয়। টুর্নামেন্ট শুরুর পর ২৫% এবং টুর্নামেন্ট শেষে বাকি ২৫% পারিশ্রমিক দিতে হয়। সেই মতো সিলেটও তাসকিনকে তার পারিশ্রমিকের পেমেন্ট করেছে। এই ক্ষেত্রে তাসকিন টুর্নামেন্টের মাঝপথে শতভাগ পারিশ্রমিকের কার্যত ‘অন্যায্য’ একটি দাবি করে বসেছেন। সেই পারিশ্রমিক না দিলে তিনি খেলবেন না বলেও হুমকি দিয়েছেন। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ক্রিকেটারের নাম উল্লেখ না করে বিষয়টি স্বীকারও করে নিয়েছেন।
মঙ্গলবার তাসকিন এক অডিয়ো বার্তায় জানিয়েছেন পুরোটাই ছিল ভুল-বোঝাবুঝি। তিনি বলেছেন ‘আমার সঙ্গে তেমন কিছুই হয়নি জয় ভাইয়ের। কোনও মনোমালিন্য বা কোনও কিছুই হয়নি। এটা পুরোটাই ভুল-বোঝাবুঝি ছিল। আমাদের কথা ছিল পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিক খেলার আগেই পরিশোধ হবে। আসলে একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউর অনুযায়ী প্ররিশোধ হবে। এখানেই একটা মিস কমিউনিকেশন ছিল।’
For all the latest Sports News Click Here