অবশেষে যবনিকা পতন ‘নাটকের’, অভিমান ভুলে চট্টগ্রামের হয়েই বিপিএলে খেলবেন মিরাজ
শুভব্রত মুখার্জি: টানটান উত্তেজনার মধ্যে দিয়ে একের পর এক পট পরিবর্তন। দুদিনেই ঘনঘন পট পরিবর্তনের ফলে নাটক যখন জমে ক্ষীর ঠিক সেই সময়তেই ‘নাটকের’ যবনিকা পতন ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জনসমক্ষে জানিয়ে দিলেন মান অভিমানের পালা ভুলে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের হয়েই চলতি বিপিএলে খেলছেন।
প্রসঙ্গত চলতি বিপিএলে নেতৃত্ব হারানোর পর চট্টগ্রাম দলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে হঠাৎ করেই জটিলতার সৃষ্টি হয়েছিল যার আপাতত অবসান হয়েছে। বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজির সত্ত্বাধিকারী রিফাত উজ জামানের হস্তক্ষেপে মিটে গিয়েছে ঝামেলা। নিজের ভুলের জন্য অবশ্য জনসমক্ষে দুঃখ প্রকাশ করেছেন দলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) ইয়াসির আলম। উল্লেখ্য চট্টগ্রামের একটি হোটেলে মিরাজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রিফাত। ইয়াসির থাকলেও সংবাদ সম্মেলন শুরুর আগেই চলে যান তিনি।
প্রথমে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রিফাত জানান, যোগাযোগের ঘাটতি এবং সেখান থেকে শুরু হয় ভুল বোঝাবুঝির। আর তার জন্য এই ঘটনা এতদূর গড়িয়েছে। নেতৃত্ব না থাকার ব্যাপারটি ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে মিরাজকে জানানো ঠিক হয়নি। এটা মেনে নেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজির তরফে। বিষয়টি জানা মাত্র মিরাজের সঙ্গে নিজেই কথা বলার সিদ্ধান্ত নেন রিফাত।রিফাত জানান সারাদিন ধরে আলোচনায় সমাধান হয়েছে সব ভুল বোঝাবুঝির। যিনি দলের সঙ্গে থাকলে আর খেলবেন না বলেছিলেন মিরাজ, সেই সিইও ইয়াসিরের সঙ্গেও হয়েছে তার খোলামেলা কথা হয়েছে বলে জানানো হয়েছে।
মিরাজ জানিয়েছেন একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলতে তার আপত্তি নেই। কিন্তু আর চট্টগ্রামের নেতৃত্ব ফিরতে চান না তিনি। তিনি বলেন ‘যেভাবে পুরো বিষয়টা হয়েছিল তাতে করে আমি অপমানিত বোধ করেছিলাম। তাদের ফ্র্যাঞ্চাইজি, তারা যাকে ইচ্ছে অধিনায়ক বানাবেন, যাকে ইচ্ছে খেলাবেন। তারা না চাইলে তো আমি খেলতেও পারব না। আমি তো নেতৃত্ব চেয়ে নিইনি। যেভাবে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আমাকে দলের ম্যানেজার (ফাহিম মুনতাসির সুমিত) বলেন, আমার আর নেতৃত্বে নেই, এটা খুব অবাক করে দিয়েছিল আমাকে।’
For all the latest Sports News Click Here