‘ন’মাস পরেই খবর পাবেন’, অন্তঃসত্ত্বা বিতর্কে সাফ জবাব দীপিকার!
সত্যি কি মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। বলিপাড়ার অন্দরে এখন এই নিয়েই জোর চর্চা। রণবীর সিং-এর হাত ধরে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে বেরোতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে চলতি মাসেই। আর তারপর থেকেই খবর চলছে জোরদার। এমনকী, দীপিকার কোন ছবি পেলেই তা খুঁটিয়ে দেখা হচ্ছে।
যদিও এটা প্রথমবার নয়। ২০২০ সালে ‘ছপক’ মুক্তি পাওয়ার সময়তেও শোনা গিয়েছিল দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। সে সময় ছবির প্রোমোশনে এক সাংবাদিক তো সোজা অভিনেত্রীকে এই বিষয়ে প্রশ্ন করে বসেন। আর তাতেই চটে যান ‘পদ্মাবত’ নায়িকা। উল্টে ওই সাংবাদিককেই জিজ্ঞাসা করে বসেন, ‘কেন আমাকে দেখে কি প্রেগন্যান্ট লাগছে?’ এখানেই শেষ নয়, ওই সাংবাদিকদের উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ফ্যামিলি প্ল্যানিং করলে এবার আপনাকে জিজ্ঞেস করে নেব। আপনি অনুমতি দিলে তবেই এগোব। আমি যদি অন্তঃসত্ত্বাও হই, তাহলে তো ৯ মাসেই আপনারা জানতে পারবেন।’
বিরুষ্কার মেয়ে ভামিকার জন্মের পর থেকেই নেটপাড়ায় চর্চায় দীপিকা-রণবীর। জনপ্রিয় এই তারকা জুটি কবে সন্তান নেবেন, সেই চিন্তাই যেন তাঁদের ঘুম কেড়েছে। যদিও ২০২১ সালে দীপিকার হাতে পরপর কাজ। শাকুন বাত্রার ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে অভিনয় করছেন দীপিকা। লিস্টে রয়েছে বহু প্রতীক্ষিত প্রজেক্ট ‘ফাইটার’। অ্যাকশন ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন হৃতিক- দীপিকা। শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবির কাজও রয়েছে তাঁর হাতে। এদিকে ফিরিয়ে দিয়েছেন প্রিয় পরিচালক বনশালিকে। ট্রেড অ্যানালিসিস্টরা মনে করছেন, এই অবস্থায় যদি দীপিকা সত্যিই অন্তঃসত্ত্বা হন তবে পিছিয়ে যাবে বেশ কিছু ছবি। ক্ষতির মুখে পড়তে হতে পারে প্রযোজকদের। তারওপর দেশে আসছে করোনার তৃতীয়ার ঢেউ!
For all the latest entertainment News Click Here