করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী
করোনায় আক্রান্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। গত কয়েকদিন ধরেই বেশ দুর্বল বোধ করছিলেন তিনি। সঙ্গে পিঠের ব্যাথায় বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। এরপর ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে নানারকম এক্স-রে গিয়েছিলেন তিনি। করোনা পরীক্ষাও করা হয় তাঁর।এরপর বাড়ি ফিরতেই হাসপাতাল থেকে ফোন আসে তাঁর কাছে। অভিনেত্রীকে জানানো হয় তিনি করোনায় আক্রান্ত। উল্লেখ্য,গত কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী।প্রসঙ্গত,’দুই নয়নের আলো’ ছবিতে দুরন্ত অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে সে দেশের জাতীয় পুরস্কারের সম্মানও রয়েছে শাবনূর-এর ঝুলিতে।
করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পরেই ২৭ ডিসেম্বর থেকে বাড়িতেই আইসোলেশনে থাকা শুরু করেন এই বাঙালি অভিনেত্রী। একদিন কাটতে না কাটতেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এরপর গত বুধবার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শাবনূর। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে তিনি জানিয়েছেন করোনার দুটি টিকা নিয়েছিলেন তিনি। শাবনূর জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টের সামান্য সমস্যা রয়েছে। সেইসঙ্গে খুশখুশে কাশি এবং খাওয়ার ব্যাপারে অরুচি। আরও জানা গেছে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
For all the latest entertainment News Click Here