আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সলমন! পিছিয়ে যাচ্ছে একের পর এক ছবির শ্যুট
মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখের গোটা শ্যুটিং শিডিউলটাই যেন ঘেঁটে গিয়েছে। মাঝে শোনা গিয়েছিল সলমন খানের ‘টাইগার ৩’র কাজ শুরু করবেন তিনি নতুন বছরের শুরুতেই। তবে শাহরুখ খানের টিমের সঙ্গে যুক্ত এক সূত্রের মতে, শাহরুখ-সলমন একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তাঁর আগে ‘পাঠান’র শ্যুট শুরু করবেন বাদশা খান।
আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’র শ্যুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বই। তারপর নিয়েছিলেন ২ মাসের একটা লম্বা ব্রেক। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শ্যুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল। প্রায় বিকেল ৪.৩০ নাগাদ সেটে পৌঁছন শাহরুখ।
আপাতত পাওয়া খবর অনুযায়ী ‘পাঠান’র কাজই আগে শুরু করবেন। তারপর ফেব্রুয়ারিতে সলমনের ‘টাইগার ৩’র শ্যুট করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শ্যুট। মাঝে শাহরুখের বডি ডবল দিয়ে শ্যুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।
২ অক্টোবর মাদক কাণ্ডে আটক করা হয়েছিল আরিয়ানকে। ঠিক তার পরদিনই করা হয় গ্রেফতার। তারপর ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। সেই থেকে ৩০ অক্টোবর রাত পর্যন্ত আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয় আরিয়ানকে। ৩১ অক্টোবর মন্নতে ফেরে আরিয়ান। আপাতত শর্তসাপেক্ষ জামিনে বাইরে আছেন তিনি। সাপ্তাহিক হাজিরার শর্ত থেকে মুক্তি পেলেও এখনও আরিয়ানের পাসপোর্ট জমা রাখা আছে। যার ফলে দেশ ছাড়তে পারবেন না তিনি। সাথে মুম্বইয়ের বাইরে গেলেও তাঁকে জানাতে হবে এনসিবিকে।
For all the latest entertainment News Click Here