ওমিক্রন আবহে IPL নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আলোচনায় বসার ভাবনা BCCI-এর
শুভব্রত মুখার্জি: ২০২১ সালে আইপিএলের প্রথম পর্ব ভারতে খেলা হলেও দ্বিতীয় পর্বের আসর বসেছিল আমিরশাহিতে। ১৪তম আইপিএলের আসর ভারতে বসলেও করোনার কারণে মাঝপথেই তা স্থগিত করতে বাধ্য হয়েছিল বোর্ড। পরবর্তীতে দীর্ঘ কাটখড় পোড়ানোর পরে আমিরশাহিতে সেই আসরের শেষ ভাগ অনুষ্ঠিত হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে এ বার আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখে আগে থেকে পরিকল্পনা করতে সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকে বসার ভাবনা চিন্তা করছে বিসিসিআই।
এই বৈঠকে মূলত করোনা আবহে আইপিএল নিয়ে প্ল্যান-বি তৈরি করে রাখাই বোর্ডের মূল উদ্দেশ্য। নতুন বছরের জানুয়ারি মাসেই হতে পারে এই বৈঠক। ভারতে ওমিক্রনের প্রভাব বাড়ছে। সে কথা মাথায় রেখেই সামনের বছর এপ্রিল-মে মাসে পরিস্থিতি কি দাঁড়াতে পারে, অন্য কোথাও আইপিএল আয়োজন করা হবে কিনা, এই সব বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত সামনের বছর এপ্রিলের ২ তারিখ থেকে চেন্নাইতে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। তবে অনেকের মতে, আমিরশাহিতেও এই আসরের আয়োজন করতে পারে বিসিসিআই। কারণ ২০২১ সালে সঠিক প্ল্যান-বি’র অভাবে সমস্যাতে পড়তে হয়েছিল বিসিসিআই-কে। এছাড়াও এই বৈঠকে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে স্বাগত জানানোর পরিকল্পনাও রয়েছে। গোটা টুর্নামেন্ট মুম্বই এবং পুনেতে আয়োজনের একটা পরিবর্ত ভাবনাও রেখেছে বোর্ড। এ হেন অবস্থায় ১০-১৩ ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে আইপিএলের মেগা নিলামের। সেই আসর বসতে পারে কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ অথবা দিল্লিতে।
For all the latest Sports News Click Here