কোন স্ট্র্যাটেজিতে ATK MB-কে জয়ে ফেরালেন ফেরান্দো? খোলসা করলেন দলের নতুন কোচ
নতুন দলের ফুটবলারদের সঙ্গে এক দিনও অনুশীলনে নামার সুযোগ পাননি। তা সত্ত্বেও মঙ্গলবারের ম্যাচে দলের ডাগ-আউটে বসতে রাজি হয়ে যান এটিকে মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো। শুধুমাত্র নিজের ফুটবল-বুদ্ধির উপর নির্ভর করে তৈরি করেন প্রথম এগারো এবং ম্যাচের স্ট্র্যাটেজি। যার নিটফল, মঙ্গলবার রাতে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৩-২ হারিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে উঠে আসল এটিকে মোহনবাগান।
ম্যাচের পর সবুজ-মেরুনের নতুন কোচ কী বললেন, দেখে নেওয়া যাক:
ফুটবলারদের কী পেপটক দিলেন?
মূলত কৌশলের কথা বলি। কী করে জায়গা তৈরি করতে হবে, কী করে সেগুলোকে কাজে লাগাতে হবে। মূলত কৌশল নিয়েই কথা হয়। কারণ, দলের ছেলেদের সঙ্গে এখনও কাজ করার সুযোগ হয়নি।
দলে পরিবর্তন এল কী করে?
এই ম্যাচে কৌশলের চেয়ে মানসিক লড়াই-ই বেশি ছিল। সদ্য কোচ বদল হয়েছে। ছেলেরা আমার সম্পর্কে অল্পস্বল্প জানে। আমি বিপক্ষকে চাপে রেখে পজেশনাল অ্যাটাকে বেশি যেতে বলি দলকে, ওরা জানে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবে যে খেলাটা খেলা দরকার ছিল, সেটা ওরা খেলার চেষ্টা করেছে। যদিও পজেশন, অ্যাটাকে কিছু ভুল হয়েছে। আশা করি যত দিন যাবে দলের ফুটবলারদের এই স্টাইলটা আরও পছন্দ হবে এবং দল হিসেবে ওরা আরও উন্নতি করবে।
ইতিবাচক কী দেখলেন? কোন জায়গায় উন্নতি করা দরকার বলে মনে করেন?
দলের স্পিরিট খুব ভালে জায়গায় আছে। যেটা দল হিসেবে ভালো খেলতে সাহায্য করে। ভবিষ্যতে দেখতে পাবেন দলের খেলোয়াড়রা কতটা ভালো খেলতে পারে। আসলে বেশি কাজ করার সময় নেই এখন। কখনও সপ্তাহে একটা, কখনও দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তাই কৌশল নিয়ে কাজ করার সুযোগ কমই পাওয়া যাবে।
কী স্ট্র্যাটেজি ছিল?
সত্যি বলতে, আমার স্বাভাবিক ফুটবল-বুদ্ধি দিয়েই আজকের ম্যাচের লাইন-আপটা তৈরি করেছিলাম। কাল থেকে নতুন অধ্যায় শুরু হবে। কাল থেকে ফুটবলারদের নতুন করে শুরু করতে হবে। তার পরে দেখা যাবে কী হয়। ওদের সঙ্গে কাজ করা শুরু করলে বোঝা যাবে ভবিষ্যতে কী হবে, কী রকম কী পরিকল্পনা নিয়ে এগোব, তার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। দলে ২৭ জন ফুটবলার রয়েছে যখন, তখন খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।
এটিকে মোহনবাগানে যোগ দিতে পেরে অনুভূতি কী রকম?
অবশ্যই এটা খুবই ভালো ক্লাব, খুব ভালো পরিবেশ এখানে। প্রচুর সমর্থক এই ক্লাবের। এখানে কাজের সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। এই ক্লাবের উচ্চাকাঙ্খা আছে। এমন একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি।
For all the latest Sports News Click Here