‘খুব জলদি ঠিক হয়ে যাব’ হঠাৎ টুইট দেবের! কী হল টলি-সুপারস্টারের, চিন্তায় ভক্তরা
আর মাত্র কয়েকদিন পরে দেবের জন্মদিন। তার আগেই মুক্তি পেতে চলেছে অভিনেতার আসন্ন ছবি ‘টনিক’। এরই মাঝে আচমকা এক টুইট করে বসেন অভিনেতা। সেখানে অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তিনি সেরে উঠেছেন। কিন্তু কেন এমন হঠাৎ করে লিখলেন তিনি?
টুইটে ‘টনিক’ অভিনেতা লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য.. হ্যাঁ আমি সেরে উঠছি… খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব… আপনারাই আমার টনিক, তাই ভয়ের কিছু নেই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। অভিনেতার এই টুইট দেখে অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করে কী হয়েছে দেবের। সূত্রের খবর, গত দু-তিনদিন ধরে জ্বরে ভুগছেন তিনি। আবহাওয়া বদলের কারণের মূলত ঠান্ডা লেগে জ্বর এসেছে তাঁর। তবে নিজের সেরে ওঠার কথা এদিন নিজেই টুইট করে জানিয়েছেন।
রবিবার পুরসভার ভোট দিতেও হাজির হয়েছিলেন দেব। জ্বরের মধ্যেও কাজ থেকে কোনও বিরতি নেননি অভিনেতা-সাংসদ। অভিনেতার আসন্ন সিনেমা ‘টনিক’ প্রযোজনায় অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ। সহযোগী প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব নিজে।
দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিন জনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এছাড়াও রয়েছেন সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ। আগামী ২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি।
For all the latest entertainment News Click Here