ISL 2021: হাবাসের জায়গায় ATK মোহনবাগানের কোচ হচ্ছেন FC গোয়ার জুয়ান ফার্নান্দো! বিরক্ত গোয়ার কর্তারা
হাবাসের জায়গায় পাকাপাকিভাবে এটিকে মোহনবাগানের কোচ হচ্ছেন এফসি গোয়ার স্প্যানিশ কোচ জুয়ান ফার্নান্দো। তাঁর সঙ্গে কথাবার্তা শেষ করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এরপেরই স্প্যানিশ কোচ এফসি গোয়ার কর্তৃপক্ষের কাছে নিজের রিলিজ চিঠি চেয়েছেন। যা দিতে বাধ্য হয়েছে এফসি গোয়ার কতৃপক্ষ। গোয়ার ঐ দলের এক কর্তা সোশ্যাল মিডিাতে লিখেছেন, ‘হতাশার সাথে আমি এটি নিশ্চিত করতে চাই যে জুয়ান ফার্নান্দো তার রিলিজ ক্লজ ট্রিগার করেছেন। আমাদের তাকে তার দায়িত্ব থেকে মুক্তি দিতে বাধ্য করেছেন। যাতে তিনি এটিকে মোহনবাগানে যোগ দিতে পারেন। যতক্ষণ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়, ততক্ষণ তার সিদ্ধান্তে আমাদের কোনও বিকল্প নেই।’
জুয়ান ফার্নান্দোকে কোচ করার জন্য, এটিকে মোহনবাগানের উদ্যোগী হয়ে ওঠার প্রথম কারণ, হাবাসের মতো জুয়ান ফার্নান্দোও স্প্যানিশ। ফলে হাবাসের রেখে যাওয়া স্প্যানিশ কোচিং স্টাফের সঙ্গে অনায়াসে কাজ করতে পারবেন। দ্বিতীয়ত গত মরশুমে এফসি গোয়াকে নিয়ে দারুণ আক্রমনাত্মক ফুটবল উপহার দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ। ফলে এটিকে মোহনবাগানের মতো শক্তিশালী দল পেলে জুয়ান হয়তো এখানেও আক্রমণের ফুলঝুড়ি ঝরাবেন। তাছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এই এফসি গোয়াকে নিয়েই শক্তিশালী আল রায়ানের বিরুদ্ধে ম্যাচ ড্র রেখেছিলেন। ফলে সব দিক থেকেই জুয়ান ফার্নান্দোর এটিকে মোহনবাগানের কোচ হওয়ার যোগ্যতা আছে। আরও একটি ব্যাপার আছে। জুয়ান কোচ হলে নতুন করে বায়ো বাবলে ঢোকা বা কোয়ারেন্টাইনে থাকার কোনও প্রশ্ন থাকছে না।
প্রসঙ্গত, আইএসএলে এখনও বাকি রয়েছে ১৪টা ম্যাচ। অর্থাৎ ৪২ পয়েন্টের খেলা এখনও বাকি। ৮ পয়েন্ট হয়েছে। একটা ম্যাচ জিতলে পৌঁছে যাবে ১১ পয়েন্টে। এই আশা নিয়েই জুয়ান ফার্নান্দোকে কোচ করার পথে দৌড়াচ্ছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এফসি গোয়ার কতৃপক্ষের তরফে বলা হয়েছে আজ সকালেই জুয়ান নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এফসি গোয়ার তরফ থেকে ক্লাবের কর্তা টুইট করে লিখেছেন, ‘এটা আমরা সকলেই আশ্চর্য হয়েছি। জুয়ান আজ সকালে তার সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। তিনি আলোচনা বা আলোচনার জন্য কোন জায়গা রাখেননি।’
For all the latest Sports News Click Here