ISL: তাড়াহুড়ো করেছেন হাবাস, মত মোহনবাগানের ‘ঘরের ছেলে’ সত্যজিতের
চলতি আইএসএলের মরসুমে শুরুটা ভাল করেও হঠাৎ করেই নিজেদের তৃতীয় ম্যাচ থেকে খেই হারিয়েছে এটিকে মোহনবাগান। বছরের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ও তারা ৩-৩ গোলে ড্র করেছে। শেষ তিন ম্যাচে দুটিতে ড্র এবং একটিতে হারের মুখ দেখেছে এটিকে মোহনবাগান। আর তারপরেই পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবের দায়িত্ব নিয়ে শনিবাসরীয় দুপুরেই হঠাৎ করে এটিকে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যান্টোনিও হাবাস। মোহনবাগান ক্লাবের ‘ঘরের ছেলে’ বলে পরিচিত সত্যজিত চ্যাটার্জি মনে করেন বড্ড তাড়াহুড়ো করে ফেলেছেন হাবাস এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
চলতি আইএসএলে পরপর চারটি ম্যাচে জয় পায়নি দল। চলতি মরশুমে তারা শেষ জয় পেয়েছে কলকাতা ডার্বিতে। দলের ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই পদত্যাগ করেছেন স্প্যানিশ কোচ। হঠাৎ করেই নেওয়া পদত্যাগের সিদ্ধান্তে অবাক মোহনবাগান ক্লাবের অন্তবর্তীকালীন সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ‘এত তাড়াতাড়ি করে পদত্যাগ না করলেই পারতেন হাবাস। দল খারাপ খেলছিল সেটা ঠিক। কিন্তু দলকে এই অবস্থা থেকে টেনে তোলার জন্য তিনিই হতে পারতেন আদর্শ ব্যক্তি। ওর ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভাল। এর আগেও বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া দলকে টেনে তুলেছেন তিনি। এবার কেন সেটা তিনি করলেন না বুঝতে পারছি না। গত বছর ওর কোচিংয়েই দল ফাইনালে উঠেছিল। মরসুমের শুরুটা খারাপ যেতেই পারে। কিন্তু দল এখনও নক আউটের হিসেবের বাইরে যায়নি। ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও যোগ করেছেন ‘কলকাতা ডার্বি জেতার পর হয়ত ফুটবলাররা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। কিন্তু পরপর ম্যাচে হার বা ড্রয়ের পরেই ওদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। সত্যি বলতে, প্রথম দিকে ওদের দেখে মনেই হয়নি কেউ হারাতে পারবে। হঠাৎ করে কী হল যে এত খারাপ ফল হতে শুরু করল! নিশ্চয়ই ওদের ফিটনেস সমস্যা রয়েছে।’
For all the latest Sports News Click Here