একই ফ্রেমে ‘৮৩’র তিন কিংবদন্তি, কপিল-গাভাসকর-অমরনাথ হাতড়ালেন বিশ্ব জয়ের স্মৃতি
হঠাৎ করেই প্রথম বিশ্বকাপ জয়ের স্মৃতি উস্কে দিলেন ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটার। একই ফ্রেমে ধরা দিলেন তাঁরা। সেই সঙ্গে ৩৮ বছর আগের স্মৃতিতে ডুব দিলেন। নস্ট্যালজিক করে তুললেন ভারতীয় ক্রিকেট মহলকে। সুনীল গাভাসকর, মহিন্দর অমরনাথ এবং কপিল দেব ধরা দিলেন একই ফ্রেমে।
সম্প্রতি গাভাসকর ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে, তিন কিংবদন্তি রীতিমতো উচ্ছ্বাসের মেজাজে রয়েছেন। সামনে খাবার টেবিলে নানা রকমের পদ। হাতে পানীয়ের গ্ ধরা। ক্যাপশনে গাভাসকর লিখেছেন, ‘৮৩-র উল্লাস’।
১৯৮৩ সালের ২৫ জুন গোটা বিশ্ব দেখেছিল কী ভাবে কপিলের তরুণ ব্রিগেড হারিয়ে দিয়েছিল দু’বারের বিশ্বসেরা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে। সেই স্মৃতিতে বুঁদ হয়েছিলেন গাভাসকর-অমরনাথ-কপিল। পুরনো দিনের কথার সঙ্গে বর্তমান হয়তো জুড়ে গিয়েছিল তাঁদের আলোচনায়।
ক্রিকেটকে বিদায় জানানোর পরে বর্তমানে কপিল বা অমরনাথ অবসর জীবন কাটালেও গাভাসকর ব্যস্ত থাকেন ধারাভাষ্যের কাজে। দেশে-বিদেশে ঘুরে তিনি ধারাভাষ্য দিয়ে থাকেন। আর ধারাভাষ্যকর হিসেবে খুবই জনপ্রিয় গাভাসকর। ভারত বনাম নিউজিল্যান্ড সফরে ধারাভাষ্যকার হিসেবেও ছিলেন তিনি। কিন্তু এখন ভারতের কোনও খেলা না থাকায় তিনিও সময় পেয়ে পুরনো বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন।
কাকতালীয় ভাবে আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে রণবীর সিংহ অভিনীত ‘৮৩’ ছবিটি। কপিলদের বিশ্বকাপ জয়কে নিয়ে তৈরি এই ছবি ঘিরে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সাড়া পড়ে গিয়েছে। ছবির প্রচারও চলছে পুরোদমে। তাতে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। প্রচার করতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন কপিল দেবও। এ বার সেই দলেরই তিন কিংবদন্তি ধরা দিলেন একই ফ্রেমে।
For all the latest Sports News Click Here