ভিডিয়ো: ইশান্তের ব্যাগ দেখে চমকে গেলেন কোহলি! কারণটা জানলে আপনিও অবাক হবেন
শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির চেয়ে ধনী ক্রিকেটার আর কেউ নেই। তারপরেও ইশান্ত শর্মার ব্যাগের উপর নজর দিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। কারণ ইশান্তের মতো ব্যাগ নেই বিরাটের। দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে মুম্বই থেকে জোহানেসবার্গ উড়ে গেছে টিম ইন্ডিয়া। সেই সময় ইশান্তের ব্যাগের দিকে নজর যায় বিরাটের। তারপর কী হল, সবটাই ধরা পড়ল বিসিসিআই-এর টিভি ক্যামেরায়। যা পরে বোর্ডের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়।
টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা চার্টার্ড ফ্লাইটে মুম্বই থেকে জোহানেসবার্গে উড়ে যান। সেই যাত্রার সময় সব খেলোয়াড়কে খুশি দেখাচ্ছিল। বিসিসিআইয়ের সাথে বিবাদের পরেও, বিরাট কোহলিকে হাসির মেজাজে দেখা গেছে। তিনি বিশেষ করে ইশান্ত শর্মার সঙ্গে সবচেয়ে বেশি মজা করলেন। বিরাট যখন ইশান্তের সঙ্গে মজা করছিলেন, তখন ইশান্ত বলেন সকাল সকাল এমন কেন করছ। এমন সময় বিরাটের চোখ পড়ে ইশান্তের ব্যাগের দিকে। ব্যাগটি দেখে বিরাট চমকে যান। তিনি স্বীকার করেন তাঁর এ রকম ব্যাগ নেই। ইশান্তের ব্যাগটি দেখে বিরাট কোহলি বলেন যে এই সময়ে এই ব্যাগটি পাবেন সে এই মুহূর্তে বিশ্বের যে কোনও জায়গায় ঘুরে আসতে পারেন। এই ব্যাগে আপনার প্রয়োজনীয় সবকিছু রয়েছে। এমন ব্যাগ আগে দেখিনি। এই ব্যাগ নিয়ে যে পালিয়ে যাবে সে পৃথিবীর যে কোনো জায়গায় ছুটি কাটাতে পারবেন।
ইশান্ত শর্মা দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলের অংশ। এই সফরে ভারতকে ৩টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে হবে, যেটি ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে। ইশান্ত শর্মা গত কয়েক মাস ধরে একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম একাদশে তার জায়গা পাওয়া কঠিন মনে হচ্ছে এবং জায়গা তৈরি হলে তাকে নিজেকে প্রমাণ করতে হবে। সমালোচকরা বলছেন, ইশান্ত যদি এই সফরে তার ছাপ রেখে যেতে না পারেন, তাহলে তার টেস্ট ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে বিরাট কোহলির অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ থাকবে। আসলে, ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি। এমন পরিস্থিতিতে ভারত যদি এই সফর জিততে পারে তাহলে বিরাট কোহলিই হবেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জিতবেন।
For all the latest Sports News Click Here