দক্ষিণ আফ্রিকা সফরেই ইতি পড়তে চলেছে ইশান্ত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারে!
সম্প্রতি বিরাট কোহলিকে ওয়ান ডের অধিনায়ক পদ থেকে ছাঁটাইয়ের মধ্যে দিয়ে বিসিসিআই ভবিষ্যতের কথা মাথায় রেখে যে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত তা দেখিয়ে দিয়েছে। এবার দলে আন্ডারপারফর্ম করা সিনিয়ারদের ওপর খাড়া ঝুলছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সফর শেষেই ইশান্ত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা পড়তে চলেছে।
প্রোটিয়া সফরের পড়েই তরুণদের সুযোগ দেওয়ায় আগ্রহী বিসিসিআই অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে চলেছে। তাতে পূজারা-রাহানে বেঁচে গেলেও ইশান্তের হয়তো দীর্ঘ কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হলেও হতে পারে। The Indian Express-কে দেওয়া সাক্ষাৎকারে এক সিনিয়ার বিসিসিআই আধিকারিক জানান, ‘রাহানের সহ-অধিনায়ক পদ থেকে ছাঁটাই, ওর (ইশান্ত) জন্য একটা স্পষ্ট বার্তা। পূজারার মতোই দলের একজন সিনিয়ার সদস্য হিসেবে ওর আরও অবদান কাঙ্খিত। ওরা (রাহানে ও পূজারা) যদি রান পান এবং সিরিজে বলার মতো কিছু করেন, একমাত্র তবেই ওরা নিজেদের টেস্ট কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু ইশান্তের ক্ষেত্রে এটাই সম্ভবত শেষ।’
মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরের উত্থানের জেরে ইশান্ত শর্মা আর ভারতীয় টেস্ট দলে নিয়মিত নন। এছাড়া প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, উমরান মালিকদের মতো তরুণ প্রতিভাবান বোলাররা ভারতীয় দলে নিজের সুযোগের জন্য অপেক্ষা করে রয়েছেন। সুতরাং, ১০৫টি টেস্ট খেলা ইশান্তের ফর্মে সামান্য এদিক ওদিক হলেও তাঁর ওপর চাপ যে রয়েছেই তা আলাদ করে বলতে হয়না। তবে প্রোটিয়া সফরের পরেই তাঁকে ছেঁটে ফেলা হয় কিনা, সেটা সময়ই বলবে।
For all the latest Sports News Click Here